Barak UpdatesHappeningsBreaking News
সম্মিলিত মঞ্চের ব্যবস্থাপনায় শিলচরে শুরু হল নাচের কর্মশালা
ওয়ে টু বরাক, ১ মে ঃ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় সোমবার থেকে শিলচরে শুরু হল ৫ দিনের এক নৃত্য কর্মশালা। সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালার প্রশিক্ষক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী-শিক্ষিকা বাংলাদেশের নীলাঞ্জনা দাস জুঁই। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিলেটের ‘নৃত্যশৈলী’ সংস্থার অন্যতম শিল্পী নীলাঞ্জনা জুঁই ইতিমধ্যেই শিলচরে তাঁর দলবল নিয়ে নাচের অনুষ্ঠান করে সুনাম কুড়িয়েছেন।
গত বছর ৩ ডিসেম্বর পুলিশ গ্রাউন্ডে আয়োজিত শিলচর-সিলেট মৈত্রী উৎসবে তাঁর পরিচালনায় ‘অন্তরে অকূল ধায় জীবনেরই তরী’ শীর্ষক অসাধারণ এক নৃত্যালেখ্য পরিবেশনের মধ্য দিয়ে শ্রোতা-দর্শকদের প্রভূত প্রশংসা কুড়োন তিনি। শিলচরবাসীর মানসপটে সেই স্মৃতি জেগে থাকতেই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আমন্ত্রণে ফের এপারে পা রাখলেন জুঁই।‘ঐক্যের ২৫’ শীর্ষক উদযাপনের অঙ্গ হিসেবে ৫ মে অবধি তাঁর তত্ত্বাবধানে এই নাচের কর্মশালা চলবে। প্রথমদিন কর্মশালায় যোগ দেয় ষাটেরও বেশি নৃত্য-শিক্ষার্থী।
সোমবার বিকেলে সঙ্গীত বিদ্যালয়ে ‘নৃত্যের তালে তালে’ গানের আবহে সঙ্গীত বিদ্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এ উপলক্ষে উপস্থিত ছিলেন জুঁই ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শেখর দেবরায়, সম্পাদক অজয় রায়, ঐক্যের ২৫ বছর উদযাপন কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য, উপ-সভাপতি সুবীর ভট্টাচার্য, বিশিষ্ট বাচিক শিল্পী মনোজ দেব, সংস্কৃতিকর্মী সমরেন্দ্র দেব, বাংলাদেশ থেকে প্রশিক্ষক জুঁইর সহযাত্রী ও তাঁর ছাত্র বাঁধন দাস, শিলচরের নৃত্যশিল্পী চন্দন মজুমদার, সত্যজিত বসু জয়, সানন্দা চক্রবর্তী, মধুমিতা রায়, গোরা চক্রবর্তী প্রমুখ। ফুলের তোড়া ও গামছা দিয়ে অতিথি বরণের পর অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন শেখর দেবরায়। তাছাড়া বক্তব্য রাখেন সুব্রত ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী এবং কর্মশালার প্রশিক্ষক নীলাঞ্জনা দাস জুঁই। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অজয় রায়।