NE UpdatesHappeningsBreaking News
সমুজ্জ্বল মাসে ১৬ লক্ষ টাকা নিতেন হাজেলার কাছ থেকে!
ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি: এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিআইডিতে এফআইআর করেছিলেন পরবর্তী কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা। অবসরপ্রাপ্ত ওই আইএএস এ বার এনআরসি কেলেঙ্কারির সঙ্গে আসুকেও জড়ালেন৷ ফেসবুকে লিখলেন, “আমিই এনআরসির সব কেলেঙ্কারি ফাঁস করেছিলাম, কিন্তু আসু নেতৃত্ব গত আড়াই বছরে একবারও আমার সঙ্গে দেখা করেনি। কিন্তু হাজেলা কো-অর্ডিনেটর থাকাকালে আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য প্রায়ই সন্ধ্যায় তাঁর চেম্বারে গিয়ে দেখা করতেন। বাজারের খবর কেলেঙ্কারির ভাগ হিসেবে মাসে ১৬ লক্ষ টাকা করে নিতেন সমুজ্জ্বল। তদন্ত হলে সব জানা যাবে। তিনি আরও লেখেন, আসু নেতৃত্ব হাজেলাকে মনেপ্রাণে ভালবাসে। আমি দুর্নীতির প্রতিবাদে এনআরসির কার্যবাহী অধিকর্তার পদ থেকে বেরিয়ে আসার পরে ২০১৭ সালে আসু উপদেষ্টা বসন্ত ডেকাকে ফোন করে এনআরসিতে চলা দুর্নীতির প্রতিবাদ করতে বলেছিলাম। তিনি উল্টে বলেছিলেন, আপনি আর এনআরসি দফতরে নেই তাই এনআরসি নিয়ে বা হাজেলার বিরুদ্ধে কথা বলবেন না। এখানেই না থেমে হিতেশ আরও লেখেন, এনআরসি কো-অর্ডিনেটর হিসেবে মুখ্য সচিবের সঙ্গে জনতা ভবনে দেখা করতে যাওয়ার সময় হাজেলার ব্যাচমেট এক মহিলা আইএএস হাজেলার বিরুদ্ধে সরব হওয়ায় হিতেশকে সরাসরি হুমকি দেন। তা নিয়ে হিতেশ অভিযোগ জমা দিলে তদানীন্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ওই আমলাকে বদলি করেন। এনআরসির দুর্নীতির ফাইল নিয়ে তদন্তের জন্য তদানীন্তন স্বরাষ্ট্র সচিবকে বলতে গেলে তিনিও হিতেশকে হাজেলার বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকতে বলেছিলেন। হিতেশ আরও লেখেন, হাজেলার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ জমা পড়লেও বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তদন্ত এগোতে কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। সমুজ্জ্বল হিতেশের বক্তব্য প্রসঙ্গ নিয়ে বলেন, হিতেশ সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাঁর বিরুদ্ধে আসু মানহানির মামলা করবে।