Barak UpdatesHappeningsBreaking News

সমাবর্তনে নীরব থেকে দুদিন পরে রাজদীপ বললেন, আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আসাম আন্দোলনের সম্পর্ক নেই

২৭ ডিসেম্বর: আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফসল, এমনটা মনে করছেন না শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়৷ এমনকি, উপত্যকার একমাত্র বিশ্ববিদ্যালয়টির সঙ্গে আসাম আন্দোলনের কোনও সম্পর্ক রয়েছে বলেও মেনে নিতে পারেন না তিনি৷ তাঁর স্পষ্ট কথা, সব গুলিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ নয়৷

তাই মুখ্যমন্ত্রী এমনটা বলেছেন বলে মানতেই চাইলেন না সাংসদ রায়৷ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, আসাম আন্দোলনের ২০ বছর আগে আসাম বিশ্ববিদ্যালয়ের ভাবনা শুরু হয়৷ আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবে রূপ পায়৷ আকসা-র জন্মের ফলে আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল৷ আকসা তখন গণ সংগঠনের চেহারা নিয়েছিল৷ তাই আসাম আন্দোলনের সঙ্গে আসাম বিদ্যালয়ের সম্পর্ক না খোঁজাই ভাল৷

তাঁকে মঞ্চে বসিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যে এই অঞ্চলের বিশ্ববিদ্যালয় আন্দোলনকে অস্বীকার করে গেলেন, সে প্রসঙ্গ এড়িয়ে রাজদীপ বলেন, তাঁর পিতা বিমলাংশু রায় আকসা-র প্রতিষ্ঠাতা ছিলেন৷ বিজেপির তিন জেলার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে-র বিরুদ্ধে মামলা হয়েছিল৷ তাঁরা পিভি নরসিংহ রাওকে বলেছিলেন, শিলান্যাস না করে শিলচর থেকে যাওয়া চলবে না৷ সে জন্য ১২-১৩ বছর মামলা লড়তে হয় তাঁকে৷ রাজদীপবাবু জানান, সে সময় প্রস্তাব গ্রহণ করে বিজেপি বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সমর্থন জানিয়েছিল৷ বিজেপিই এ ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক দল বলে দাবি করেন তিনি৷

সাংসদ রায় আক্ষেপ ব্যক্ত করেন, এই বিশ্ববিদ্যালয় প্রত্যাশা পূরণ করতে পারছে না৷ উন্নতির মাপকাঠিতে শিলচর এনআইটি অনেকটা এগিয়ে৷ কিন্তু তাই বলে নীতীন গাড়কারিকে দীক্ষান্ত ভাষণের জন্য ডেকে উপাচার্য দিলীপচন্দ্র নাথ কোনও ভুল করেননি, এমনটাই ভাবছেন অস্থিচিকিৎসার বিশেষজ্ঞ রাজদীপ রায়৷ বলেন, সোনিয়া গান্ধী দেশের কত বিশ্ববিদ্যালয়ে দীক্ষান্ত ভাষণ দিয়েছেন, এর হিসাব কেউ রাখেন কি!

বাজপেয়ীর মূর্তি উন্মোচনের ফাঁকে গাডকারি যে দীক্ষান্ত ভাষণটা দিয়ে গেলেন, এ কথা জানিয়ে ডা. রায় বলেন, মূর্তি উন্মোচনে আসবেন বলে গাডকারিই বললেন, আরও কিছু থাকলে করিয়ে নাও৷ তখনই সমাবর্তনের আমন্ত্রণ জানানো হয় তাঁকে৷

কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে নানা কথায় বিরক্ত রাজদীপবাবু৷ শোনান, নয়দিন ধরে বিশ্ববিদ্যালয়ে যখন অচলাবস্থা চলছিল, ছাত্ররা গেটে ধর্মঘট করছিল, তখন তাঁকেই যেতে হয়েছিল৷ তিনিই কথা বলে সব মিটিয়ে দিয়েছিলেন৷ বড়দিনে সমাবর্তন বিতর্ক নিয়ে তাঁর মন্তব্য, কোনও খ্রিস্টান এ পর্যন্ত এ নিয়ে কথা বলেননি৷ অন্যরা রঙ চড়িয়ে চলছে৷

প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের নাম শুনেই অসন্তোষ প্রকাশ করেন বর্তমান সাংসদ৷ বলেন, বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় তিনি এখানে ছিলেনই না৷ মাঝেমধ্যে ‘ভিজিটে’ আসতেন৷ আর তাঁর পিতা সন্তোষমোহন দেব মহাসড়ককে মহাধাপ্পা বলেছিলেন৷ রাজদীপের দাবি,  মহাসড়ক হয়েই গিয়েছে৷ যে ৫৪ কিমি বাকি, তা ভূমিধসজনিত৷ এই সমস্যা মেঘালয়ে জাতীয় সড়কেও রয়েছে৷ তাঁর কথায়, বরাকে ভরসাযোগ্য কোনও বিরোধী দলই নেই৷ প্রদীপ দত্তরায়? রাজদীপ তাঁকে ব্যর্থ জীবন বলে অভিহিত করেন৷ বলেন, তাঁর সম্পর্কে না বলাই ভাল৷ এক দলে গিয়েছিলেন, থাকতে পারলেন না৷ আরেক দলে গেলেন, সেখানেও একই অবস্থা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker