Barak UpdatesHappeningsCultureBreaking News
সমকালের প্রয়াস মাতালেন শিলচরের তিন শিল্পী
ওয়ে টু বরাক, ৫ ফেব্রুয়ারি : রবিবার সন্ধ্যায় শিলচরের প্রেমতলার জননী এপার্টমেন্টের অস্থায়ী স্বর্ণজিৎ নাথ স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত হলো সমকালের মাসিক অনুষ্ঠান ‘প্রয়াস’।
এই অনুষ্ঠানের প্রথম শিল্পী ছিলেন সোমহিতা দেবরায়। বিভিন্ন আঙ্গিকের গানের ডালি সাজিয়ে মঞ্চ মাতিয়ে তোলেন শিল্পী। পরিবেশন করেন নজরুল গীতি ‘আমার গানের মালা’, সুকুমার রায়ের ‘আয়রে ভোলা খেয়াল খোলা’, রাগাশ্রিত গান ‘মন বন পাখি’, আধুনিক গান ‘আকাশ জুড়ে স্বপ্ন মায়া’, দ্বিজেন্দ্রগীতি ‘বেলা বয়ে যায়’। সোমহিতার সঙ্গে তবলায় সহযোগিতা করেন অক্ষয় সরকার (আকাশ)।
অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী ছিলেন মানসী নন্দী। তিনি একে একে আবৃত্তি পরিবেশন করেন পূর্ণেন্দু পত্রির ‘সেই গল্পটা’, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ‘সাকো’, কবি সুবোধ ঘোষের ‘কৃষ্ণকলি’, অর্পিতা সরকারের ‘আড়ালে’, শুভ্রা ঘোষের ‘প্রিয় নেতাজী’।
অনুষ্ঠানের সব শেষে ছিলেন সঙ্গীত শিল্পী মুনমুন সাহা। তিনি প্রথমে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ‘একটুকু ছোঁয়া লাগে’। এরপর গাইলেন রবীন্দ্র বাউল ‘দেখেছি রূপসাগরে মনের মানুষ’, আধুনিক ‘বর্নে গন্ধে’, ও ‘আমায় রাখতে যদি আপন ঘরে’, ভজন গাইলেন ‘হায় রাম, হায় রাম, রাধারমনের ধামাইল গাইলেন ‘মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো’, ধামাইল গাইলেন ‘কই গো ললিতা সখী’। তাঁকে গিটারে সহযোগিতা করে বিশাল দাস ও কাহন বাজিয়ে সহায়তা করে শিবাঞ্জন দেবরায়।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থা সভাপতি অভিজিৎ ধর।