Barak UpdatesHappeningsSportsBreaking News

সভাপতি পদে লড়াই হাড্ডাহাড্ডি, সচিবে সম্ভাবনা অতনুর

ওয়েটুবরাক, ১৬ জুলাই : রাত বারোটাতেও শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভোট গণনা শেষ হয়নি৷ তবে ১৫০ ভোটের হিসাব পাকা হওয়ার পর সভাপতি পদে বাবুল হোড় ও শিবব্রত দত্তের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে৷ তবে চন্দন শর্মাকে হারিয়ে বাবুল প্যানেলের অতনু ভট্টাচার্য সচিব হতে চলেছেন বলে ইঙ্গিত মিলছে৷ কারণ দেড়শো ভোটের মধ্যে সদ্য বিজেপি পরিচয় পাওয়া চন্দনের ঝুলিতে গিয়েছে ৬৭ ভোট৷ অতনু পেয়েছেন ৮৩ ভোট৷ অন্যদিকে সভাপতি পদে বাবুল হোড়ের প্রাপ্তি যখন ৭২, সে সময় শিবব্রত দত্ত কুড়িয়ে নিয়েছেন ৭৮ ভোট৷

Rananuj

সহ-সভাপতি (আদার্স) পদে নীলাভ মৃদুল মজুমদারের জয় কেবল ঘোষণার অপেক্ষায়৷ দেড়শো ভোটে তিনি পেয়েছেন ১০৪টি৷ ফলে বাকি এক-তৃতীয়াংশ ভোটের গণনায় সুশঙ্কর রায়ের পক্ষে জেতা যে সম্ভব নয়, তা বলার অপেক্ষা রাখে না৷

সাংস্কৃতিক সম্পাদক পদে কার জয় হাসিল হয়, সেদিকেও বিশেষ ভাবে তাকিয়ে শহরের মানুষ৷ এই লড়াইয়ে দেড়শো ভোটের হিসাবে অজয় চক্রবর্তী অনেকটা এগিয়ে৷ তিনি পেয়েছেন ৮৮ ভোট৷ নিখিল পাল জুটিয়েছেন ৬২ জনের সমর্থন৷

কোষাধ্যক্ষ পদে বুদ্ধদেব চৌধুরী জয়ের দোরগোড়ায়৷ তিনি পেয়েছেন ৯১টি ভোট৷ তাঁর প্রতিদ্বন্ধী জ্যোতিস্মান ভট্টাচার্য পেয়েছেন ৫৭ ভোট৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker