NE UpdatesHappeningsBreaking News
সবাই হিন্দু, ভারতে হিন্দুত্বে ধর্মান্তরকরণের প্রয়োজন পড়ে না, শিলঙে দর্শন বোঝালেন ভাগবত
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : ভারতে যারা বসবাস করেন, তাঁরা সবাই হিন্দু। একেই তাঁর সংগঠনের দর্শন বলে জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শিলঙে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হিন্দু কোনও ধর্ম নয়, এ আসলে জীবনধারা। তাই মুঘল বিদায় নিয়েছে, ব্রিটিশদের ভারত ছাড়তে হয়েছে। এরা কেউ ইসলাম ধর্ম প্রচার করছিল, কেউ খ্রিস্টান ধর্ম। কিন্তু হিন্দু আজও টিঁকে আছে। কারণ হিসেবে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ভারতমাতার প্রতিটি সন্তান হিন্দু, ভারতীয় উত্তরাধিকার যারা বহন করছেন, ভারতীয় সংস্কৃতিকে যারা নিজের করে নিয়েছেন, তাঁরা প্রত্যেকে হিন্দু। আর সবাই যেহেতু হিন্দু, তাই ধর্মান্তরকরণের কোনও ব্যাপার নেই।”
তাঁর কথায়, অনেকে মনে করেন, আরএসএস এলেই হিন্দু বানিয়ে নেবে। কিন্তু হিন্দু হওয়ার জন্য ধর্মান্তরের প্রয়োজন পড়ে না। ভারতমাতার সন্তান হিসাবে সবাই তো হিন্দুই, বললেন ভাগবত। তিনি আরও বলেন, ভারত পাশ্চাত্যের মত নয়। শুরু থেকেই এই দেশ মানবিকতাকে সকলের ঊর্ধ্বে রেখে এক বিশেষ সাংস্কৃতিক পরিচিতি বহন করে চলেছে।