NE UpdatesHappeningsBreaking News
সন্ত্রাস অব্যাহত, মানিক সাহার কাছে মানিক সরকাররা
ওয়েটুবরাক, ১১ এপ্রিল: বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশের পর সন্ত্রাসের খড়্গ নেমে এসেছে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীদের ওপর৷ এমনকী রেহাই পাচ্ছেন না বিরোধী সমর্থকরাও৷ এই সন্ত্রাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সিপিএমের এক প্রতিনিধি দল সোমবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করে। একটি স্মারক লিপিও তুলে দিয়েছেন তাঁরা৷ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর, মানিক দে, পবিত্র কর ও সুধন দাস৷ বেরিয়ে এসে তাঁরা জানান, মুখ্যমন্ত্রী বিরোধীদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সিপিএমের রাজ্য দফতর দশরথ স্মৃতি ভবনে সাংবাদিক বৈঠক করে মানিক সরকার অভিযোগ করেন, এবার বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ও আসন দুই’ই কমেছে। ফলে এরা এখন হতাশায়। সেই কারণেই বিজেপি সমর্থকরা আক্রমণাত্মক হয়ে উঠেছে। এটা নিয়ন্ত্রণে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে।
মানিক সরকার বলেন, সরকার গঠন করা হয়েছে। এখন রাজ্যে সব রাজনৈতিক দল যাতে স্বাধীনভাবে কর্মসূচী পালন করতে পারে। তারজন্যে রাজ্য সরকারকে ভূমিকা নিতে হবে। তাহলেই গণতন্ত্র রক্ষা হবে৷ সিপিএম নেতারা উষ্মা প্রকাশ করে বলেন, এখনও অনেক মানুষ রাজ্যছাড়া৷ বাড়িতে ফিরতে পারছেন না৷ এত আক্রমণ এবং হামলা হচ্ছে, পুলিশ কোনও সদর্থক ভূমিকা নিচ্ছে না।