NE UpdatesHappeningsBreaking News

সন্তোষমোহনের পর ত্রিপুরা থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

ওয়েটুবরাক, ৭ জুলাই : কেন্দ্রে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার সন্ধ্যায় তাঁকে মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান৷ ত্রিপুরার বাসিন্দা হিসাবে এই প্রথম কেউ কেন্দ্রে মন্ত্রিত্বের সুযোগ পেলেন৷ ত্রিপুরার সাংসদ হিসাবে অবশ্য তিনি তৃতীয়৷ এর আগে পশ্চিমবঙ্গের ত্রিগুণা সেন ও শিলচরের সন্তোষমোহন দেব ত্রিপুরা থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন৷

৫২ বছর বয়সী প্রতিমাদেবী প্রথমবারের সাংসদ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল ভোটে তিনি জয়ী হন।

তাঁর বাবা প্রয়াত দেবেন্দ্রকুমার ভৌমিক কৃষক ছিলেন। সংগ্রাম করেই পড়াশোনা চালিয়েছেন৷ ১৯৯১ সালে আগরতলা মহিলা মহাবিদ্যালয় থেকে তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker