NE UpdatesHappeningsBreaking News
সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেলেন আসামের ১৬ শিল্পী
ওয়ে টু বরাক, ২৬ নভেম্বর ঃ আসামের বেশ কয়েকজন শিল্পী সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। মোট ১৬ জনের মধ্যে ১০ জন পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার এবং বাকিরা পেয়েছেন অ্যাকাডেমির ওস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কার।
সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার যারা পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রসিদ্ধ শিল্পী রঞ্জুমণি শইকিয়া, নাট্যকার ও পরিচালক অবিনাশ শর্মা, অভিনেতা প্রাঞ্জল শইকিয়া, ভাওনা সঙ্গীত ও পরিচালনার সঙ্গে জড়িত বিশিষ্ট শিল্পী গুণীন্দ্রনাথ ওঝা, প্রসিদ্ধ বিহু শিল্পী প্রসন্ন গগৈ, সত্রিয়া নৃত্যের প্রসিদ্ধ শিল্পী হরি বরা বরবায়ন, ব্যাস ওঝাপালির বিশিষ্ট শিল্পী ধর্মেশ্বর নাথ ওঝা, সত্রিয়া ওঝাপালির গুরুপ্রসাদ ওঝা, বেহালা বাদক মিনতি খাউন্ড এবং লোকসঙ্গীত ও নৃত্যের বিশিষ্ট শিল্পী মাখন চন্দ্র বরা।
এ বার সঙ্গীত নাটক অ্যাকাডেমি ২০১৯, ২০২০ ও ২০২১ সালের পুরস্কার একইসঙ্গে ঘোষণা করেছে। ২০১৯ সালে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ পুরস্কার পেয়েছেন প্রভাত কাকতি। ২০২০ সালে জলিমণি শইকিয়া, মানস কুমার চামুয়া ও হিমাংশু শর্মা। ২০২১ সালে বিসমিল্লাহ খাঁ পুরস্কার পেয়েছেন দীপজ্যোতি দাস ও দীপাঙ্কর আরান্ধারা।