NE UpdatesHappeningsBreaking News
সকালেই কেঁপে উঠল আসামের মাটি
ওয়ে টু বরাক, ১৮ মার্চ : শনিবার সকালে কেঁপে উঠল আসামের মাটি। সকাল ৯টা ৩ মিনিট নাগাদ যোরহাট জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৬। উজান আসামের বেশ কিছু স্থানে এই কম্পন বোঝা গিয়েছে। ভূমুকম্পের কেন্দ্রবিন্দু ছিল যোরহাট জেলা থেকে ২৩ কিলোমিটার দূরে নাগাল্যান্ড সীমান্তে ভূ-পৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। তবে মৃদু কম্পন থাকায় এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এর কয়েকদিন আগেও ১২ মার্চ অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালিতে ৩.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল।