NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সংস্কার চলাকালে ফের ধসে বিধ্বস্ত পাহাড়লাইন

ওয়েটুবরাক, ১৭ জুন : ফের বিধ্বস্ত হল পাহাড়লাইন নামে পরিচিত বদরপুর-লামডিং সেকশন৷ গত দুইদিনে মেরামত করা ট্র্যাক আবারও নষ্ট হয়েছে৷ কোথাও নীচ থেকে মাটি সরে গিয়েছে৷ কোথাও লাইনের ওপর মাটির স্তুপ৷ পাহাড়ি জলস্রোত অনেক জায়গায় নির্মীয়মান ট্র্যাক এবড়োথেবড়ো করে দিয়েছে৷ একমাস আগে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল হাফলং স্টেশন৷ এর চেহারা ফেরাতে কাজ অনেকটাই এগিয়েছিল৷ আবার সেখানে জলমাটির তাণ্ডব চলছে৷

ট্রেন চলাচল ফের শুরু হতে আগে ১০ জুলাই লক্ষ্যমাত্রা স্থির করেছিল উত্তরপূর্ব সীমান্ত রেল৷ ওই লক্ষ্যে কাজও চলছিল৷ কিন্তু গত দুদিন নতুন করে যে ক্ষতি হল ট্র্যাকের, তাতে দুশ্চিন্তা বেড়ে গিয়েছে বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের জিরিবাম জেলা সহ চার রাজ্যের বৃহত্তর এলাকার মানুষের৷

উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, রঙিয়া ডিভিশনে নলবাড়ি ও ঘোগরাপারের মধ্যবর্তী অংশে লাইন জলে ডুবে গিয়েছে৷ ফলে  আলিপুরদুয়ার, লামডিং ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী সিফুং ও ইন্টারসিটি এক্সপ্রেস আংশিক বা পুরোপুরি বাতিল করা হয়েছে। নিউ বঙাইগাঁও থেকে গুয়াহাটির মধ্যে চলা চারটি ট্রেন বাতিল হয়। ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, দিল্লি ব্রহ্মপুত্র মেল, লোকমান্য তিলক, ডিব্রুগড় অওধ-অসম এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পথ বদলে দেওয়া হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker