Barak UpdatesHappeningsBreaking News
সংসদ ভবনে পরাক্রম দিবসের অনুষ্ঠানে শিলচরের প্রিয়াঞ্জলি
ওয়ে টু বরাক, ২৫ জানুয়ারি : কেন্দ্র সরকারের উদ্যোগে নতুন দিল্লির সংসদ ভবনের কেন্দ্রীয় কক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্ম দিবস উপলক্ষে আয়োজিত পরাক্রম দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করল আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা শিলচর রবীন্দ্র সরণির বাসিন্দা প্রিয়াঞ্জলি চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদের নেতাজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে লোকসভার স্পিকার ওম বিড়লা পরাক্রম দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা এবং নেতাজির বীরগাথা নিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ভারতের যুব প্রতিভাদের মধ্যে নেতাজির অবদানকে স্মরণীয় করে তোলার লক্ষ্যে ভারতের বিভিন্ন স্থানের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং নেহরু যুব কেন্দ্র থেকে যুব প্রতিভাদের নির্বাচিত করে “তোমার নেতাকে জানো” শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে কয়েকজন যুব প্রতিভা সংসদ কক্ষে স্পিকার ওম বিড়লা সহ বিশিষ্ট ব্যক্তিদের সামনে নেতাজির জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নেতাজি বিষয়ক এক রচনা প্রতিযোগিতা আয়োজিত হয়। বিজয়ীরা দিল্লির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পান। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্রী তথা শিলচর রবীন্দ্র সরণী এলাকার বাসিন্দা ডাক্তার প্রদীপ চক্রবর্তীর কন্যা প্রিয়াঞ্জলি চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দিল্লিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ লাভ করে। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগদান করে প্রিয়াঞ্জলি।
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় বিদ্যালয়গুলির নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে নিজের বাসভবনে এক আলোচনায় মিলিত হন। সরকারের পক্ষ থেকে নির্বাচিত প্রতিভাবান পড়ুয়াদের রাজঘাট, সরকারি সংগ্রহালয়, প্রধানমন্ত্রীর নিজস্ব সংগ্রহালয় সহ গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরিয়ে দেখানো হয়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের অনুষ্ঠানে এই অংশগ্রহণকারী দলকে বিশেষ মঞ্চে অনুষ্ঠানসুচি প্রত্যক্ষ করার সরকারিভাবে আয়োজন করা হয়েছে। শিলচর থেকে পরাক্রম দিবস সহ অন্যান্য সরকারি অনুষ্ঠানে প্রিয়াঞ্জলি চক্রবর্তী প্রতিযোগিতামূলকভাবে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করায় অভিভাবক শিক্ষক-শিক্ষিকা, বন্ধুবান্ধব সহ পরিচিতরা প্রিয়াঞ্জলিকে অভিনন্দন জানিয়েছেন।