India & World UpdatesHappeningsBreaking News
সংঘর্ষের জন্য চিনকেই দুষল ভারতীয় বিদেশ মন্ত্রক
১৭ জুন: লাদাখ গালওয়ানে ভারত-চিন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য পুরোটাই দায়ী চিন। বুধবার একথা সাফ জানিয়ে দিল বিদেশমন্ত্রক। বেজিংয়ের পরিকল্পিত ও পূর্ব-নির্ধারিত পরিকল্পনার কারণেই উত্তপ্ত হয়ে উঠেছিল গালওয়ান উপত্যকা। বুধবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং উইকে কড়া ভাষায় একথা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিনা বিদেশমন্ত্রীকে ঘটনার পুরো বর্ণনাও দেন জয়শঙ্কর। তিনি জানান, উচ্চপদস্থ মিলিটারি কমান্ডারদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা প্রশমন এবং সেনা সরানোর ক্ষেত্রে গত ৬ জুন ঐকমত্যে পৌঁছেছিল দু’দেশ। দু’দেশের সামরিক বৈঠকও হয়েছিল।কিন্তু চিন কথা রাখেনি। পরিকল্পিতভাবে প্ররোচনামূলক পদক্ষেপ নিয়েছিল। আর সেটাই ছিল সংঘর্ষ বাঁধার মূল কারণ।