Barak UpdatesHappeningsBreaking News

সংখ্যালঘু মহিলাদের আর্থিক বিকাশে বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

ওয়েটুবরাক, ২৭ মেঃ সংখ্যালঘু মহিলাদের আর্থিক বিকাশের লক্ষ্যে জ্ঞান ও কৌশল আয়ত্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের যে নই রোশনি প্রজেক্ট রয়েছে, সে সম্পর্কে সংশ্লিষ্টদের অবগত করাতে রবিবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এবং সেন্টার ফর মিডিয়া ডায়নমিক্স অ্যান্ড সোশ্যাল ইনক্লুশনের সহযোগিতায় এর মূল আয়োজক ছিল এনসিসির ৬২ নম্বর মহিলা ব্যাটেলিয়ন৷ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মুজাম্মিল আহমেদ স্বাগত বক্তব্য রাখেন৷

মুখ্য বক্তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ বলেন, ভারতে মহিলাদের বিকাশ ভাবনা সেই বৈদিক আমল থেকে৷ আজও তা সমান ভাবে প্রাসঙ্গিক৷ তিনি কর্মশালায় উপস্থিত সবাইকে এ ব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগী হতে পরামর্শ দেন৷

উদ্বোধনী পর্বে সেন্টার ফর মিডিয়া ডায়নমিক্স অ্যান্ড সোশ্যাল ইনক্লুশনের ডিরেক্টর ড. পারমিতা দাস এবং বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণকুমার সুকই নিজেদের বক্তব্য পেশ করেন৷

সে দিন নই রোশনি প্রকল্পের ওপর নয়টি টেকনিক্যাল সেশন হয়৷ তাতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন অধ্যাপক শুভব্রত দত্ত, অধ্যাপক গঙ্গাভূষণ, অধ্যাপক তিনেশ্বরী দেবী, ড. সোমা দে রায়চৌধুরী, ড. ৈড. অদিতি নাথ, ড. জয়শ্রী দে, ড. পবনকান্তি নাথ৷ সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন কর্মশালার কো-অর্ডিনেটর ড. জয়শ্রী দে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker