Barak UpdatesHappeningsBreaking News
ষাঁড়ের আক্রমণে বিহাড়ায় বৃদ্ধের মৃত্যু
ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি: ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন ৭৬ বছরের বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কাটিগড়া এলাকার বিহাড়া চতুর্থ খণ্ডের জলাগ্রামে। শিবের নামে উৎসর্গীকৃত ষাঁড় হঠাৎ ক্ষেপে গিয়ে ওই এলাকার কৃষ্ণকান্ত সিংহ নামে এক বৃদ্ধকে জখম করে। বুকে প্রচণ্ড চোট পান তিনি। গ্ৰামের মানুষ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌঁছে দেন। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিঃসন্তান কৃষ্ণকান্ত সিংহের স্ত্রীর কান্নায় গ্রামবাসী ছুটে যান। তাঁরা জানান, ষাড়টি আগেও এলাকার কয়েকজনকে গুঁতিয়ে আহত করেছে। তার জন্য শিশু-কিশোরদের স্কুলে বা টিউশনে যাতায়াতে মা-বাবা উদ্বেগে থাকেন।