Barak UpdatesHappeningsBreaking News
শ্লীলতাহানির অভিযুক্তকে ধরতে গিয়ে নিলামবাজারে আক্রান্ত পুলিশ
ওয়েটুবরাক, ১০ নভেম্বর : নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলায় অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হলেন করিমগঞ্জ জেলার নিলামবাজার থানার সেকেন্ড ওসি প্রদীপ সিংহ ও কনস্টেবল গৌতম মহন্ত। শেষপর্যন্ত অবশ্য অভিযুক্ত গৌতম শুক্লবৈদ্যকে ধরে আনতে সক্ষম হয় পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক ১১ টা নাগাদ ।
প্রদীপ সিংহ জানান, করিমগঞ্জের ব্ৰাহ্মণশাসন শিববাড়ী এলাকায় নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় গৌতমের বিরুদ্ধে এজাহার জমা পড়ে৷ তাঁর নেতৃত্বে পুলিশদল এই ঘটনার তদন্তে গৌতমের বাড়িতে গেলে তাদের দেখামাত্র বাড়িসুদ্ধ মানুষের চিৎকার, চেঁচামেচি শুরু হয়ে যায়৷ সঙ্গে অশ্রাব্য গালিগালাজ৷ গৌতমকে তাঁদের সঙ্গে গাড়িতে গিয়ে বসতে বললে সে প্রদীপ সিংহকে ধাক্কা মারে৷ তাঁর বিভাগীয় ব্যাজ-স্টার ছিড়ে ফেলে৷ তাঁকে বাঁচাতে গিয়ে মার খান গৌতম মহন্তও৷ খবর পেয়ে অতিরিক্ত জওয়ান নিয়ে সেখানে উপস্থিত হন ওসি দীপজ্যোতি গগৈ। অভিযুক্ত গৌতম শুক্লবৈদ্যকে গ্রেফতার করে নিয়ে আসেন৷ নাবালিকাকে ধর্ষণের চেষ্টার সঙ্গে এ বার যুক্ত হয়েছে কর্তব্যরত পুলিশকর্মীর হামলার অভিযোগ৷