India & World UpdatesHappeningsSportsBreaking News
শ্রীলঙ্কা পরাস্ত, সেমি ফাইনাল খেলার আশা জিইয়ে রাখল নিউজিল্যান্ড
ওয়েটুবরাক, ৯ নভেম্বর : বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমি ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল নিউজিল্যান্ড। কুশল মেন্ডিসের দল সাধ্যমতো লড়াই করলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারল না।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইলিয়ামসন। অধিনায়ককে হতাশ করেননি ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। ওপেনার কুশল পেরেরা ছাড়া শ্রীলঙ্কার কোনও ব্যাটারই প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দিতে পারলেন না। ২৮ বলে ৫১ রান করলেন পেরেরা। মারলেন ৯টি চার এবং ২টি ছয়। ২২ বলে অর্ধশতরান করে এ বারের বিশ্বকাপে নতুন নজিরও গড়লেন তিনি। ট্রেভিস হেডকে টপকে এ বারের প্রতিযোগিতার দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন পেরেরা। মাহিশ থিকশানা অপরাজিত ৩৮। খেললেন ৯১ বল। পাথুম নিশঙ্ক (২), মেন্ডিস (৬), সদিরা সমরবিক্রমা (১), চরিথ আশালঙ্কা (৮), অ্যাঞ্জেলো ম্যাথেউজ (১৬), ধনঞ্জয় ডি সিলভা (১৯) বা চামিকা করুণারত্নে (৬) দলকে ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না৷
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে বেঙ্গালুরুর ২২ গজে কার্যত দিশেহারা দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটারদের। ৩৭ রানে ৩ উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। ২১ রানে ২ উইকেট রাচিন রবীন্দ্রর। ২২ রানে ২ উইকেট নিলেন মিচেল স্যান্টনার। ৩৫ রানে ২ উইকেট লকি ফার্গুসনের।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে নিউজিল্যান্ড। প্রথম উইকেটের জুটি রাচিন এবং ডেভন কনওয়ে তোলেন ৮৬ রান। কনওয়ে করলেন ৪২ বলে ৪৫ রান। ৯টি চার মারলেন তিনি। রাচিনের ব্যাট থেকে এল ৩৪ বলে ৪২ রানের ইনিংস। ৩টি করে চার এবং ছয় এল তাঁর ব্যাট থেকে। ডারিল মিচেলও করলেন ৩১ বলে ৪৩ রান। ৫টি চার এবং ২টি ছক্কা মারলেন তিনি। তবু উইলিয়ামসনদের ইনিংসের শেষ দিকে তৈরি হল অস্থিরতা। উইলিয়ামসন (১৪), মার্ক চাপম্যানদের (৭) জন্য। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস (১৭) এবং টম লাথাম (২) দলকে বহু কাঙ্ক্ষিত জয় এনে দেন।
নিউজিল্যান্ড ইনিংসে অস্থিরতা তৈরির নায়ক ম্যাথেউজ। তিনিই শ্রীলঙ্কার সফলতম বোলার। ২৯ রান দিয়ে ২ উইকেট নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। ৪৩ রানে ১ উইকেট নিলেন থিকসানা। ২০ রান দিয়ে ১ উইকেট দুষ্মন্ত চামিরার।