Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমিতে বিজেপিকে আরও শক্তিশালী করতে বললেন হরিশ দ্বিবেদী

ওয়েটুবরাক, ২৯ মার্চঃ শ্রীভূমি জেলায় বিজেপির শক্তি অধিকতর বৃদ্ধি করতে পরামর্শ দিলেন দলের প্রদেশ প্রভারি হরিশ দ্বিবেদী। শুক্রবার জেলায় বিজেপির সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করেন তিনি। শ্রীভূমির সবকটি মণ্ডল ও বিভিন্ন মোর্চার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বলেন, এখন পঞ্চায়েত নির্বাচনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সে জন্য তৃণমূল স্তরে বেশি করে কাজ করার পরামর্শ দেন তাঁদের। বিশেষ করে বিভিন্ন স্তরের প্রভারিদের এ ব্যাপারে নিজেদের দায়িত্ব যখাযখ ভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন এলাকার সমস্যা জনগণকে সঙ্গে নিয়ে যেমন সরকারের সামনে তুলে ধরতে হবে, তেমনি সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জনগণের কাছে বুঝিয়ে বলতে হবে। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দ্বিবেদী কর্মকর্তাদের একজোট হয়ে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত থেকে রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পালও সরকার-সংগঠন সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ দেন। ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরপ্রধান রবীন্দ্রচন্দ্র দেব, বিধায়ক বিজয় মালাকার, জেলা প্রভারি কণাদ পুরকায়স্থ, জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ।