Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমিতে নির্ভয়া কাণ্ড: চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, মারপিট তরুণীকে, ধৃত ২

ওয়েটুবরাক, ২ এপ্রিলঃ ২২ বছর বয়সি তরুণীকে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে মারধর করে বাস থেকে ফেলে দেয় চালক সহ তিনজন। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করা হয়েছে। দুইজন ধরা পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (যৌন নির্যাতন), ৭৬ (মহিলাকে জোর করে কাপড়চোপড় খুলতে বাধ্য করা), ৬২ (গুরুতর অপরাধের চেষ্টা), ৬৪ (ধর্ষণ), ১০৯ (হত্যার চেষ্টা), ৩(৫) (দলবদ্ধ ভাবে একই অপরাধে লিপ্ত হওয়া) নং ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
তরুণীর পিতা জানান, তাদের বাড়ি শ্রীভূমি জেলাসদরে। মেয়ে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার এ ব্যাপারেই সার্কল অফিসে গিয়েছিলেন। ফেরার পথে বাসে উঠতে গিয়ে দেখেন, যাত্রী নেই একজনও। চালক ছাড়া যে দুজন বসেছিলেন, তারাও বাসকর্মী। তাই তিনি নেমে যাচ্ছিলেন। তখনই একজন তার হাত ধরে টেনে রাখে। চালকও বাস চালিয়ে দেন। তাঁর অভিযোগ, এরা চলন্ত বাসে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করলে তাকে দুজনে মিলে মারধর করে। গলা টিপে ধরে। ওই অবস্থাতেই একবার অ্যাপ খুলে তাঁর (বাবার) কাছে লোকেশন পাঠান। বিষয়টি টের পেয়ে এরা তাকে বাস থেকে ফেলে দেয়। ততক্ষণে তিনি লোকেশনের উদ্দেশে বেরিয়ে পড়েন। পৌঁছায় পুলিশও। রাস্তা থেকে প্রায় জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
এই ঘটনার প্রতিবাদে বজরং, হিন্দু রক্ষী দল সহ বিভিন্ন সংগঠন রাস্তায় নামে। বুধবার সকালেই এরা বাস চলাচল বন্ধ করে দেয়। সড়ক অবরোধ করে। শেষে প্রশাসনের তরফে চালক সহ দুইজনকে গ্রেফতারের কথা জানালে আন্দোলন প্রত্যাহৃত হয়।
অসমের শ্রীভূমি জেলার পুলিশ সুপার পা্র্থপ্রতিম দাস বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শীঘ্রই তৃতীয় অভিযুক্তকেও খুঁজে বার করা হবে।