Barak UpdatesBreaking News

শ্রীগৌরাঙ্গের ৫৩৫-তম আবির্ভাব উৎসব, ৭ মার্চ বসে আঁকো

২৮ ফেব্রুয়ারি:  শিলচরের শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সেবা সংসদ আয়োজিত শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৫ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আগামী ৭ মার্চ শনিবার বিকেল ৩ টায় এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে কোন প্রবেশ শুল্ক নাই। মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগ : নার্সারি-প্রথম শ্রেণি: বিষয় – মন থেকে যে কোনও ছবি। ‘খ’ বিভাগ: দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি: বিষয়- মন্দির সহ প্রাকৃতিক দৃশ্য। ‘গ’ বিভাগ : পঞ্চম থেকে সপ্তম শ্রেণি: বিষয়- রাধাকৃষ্ণের ছবি। ‘ ঘ’ বিভাগ : অষ্টম থেকে দশম শ্রেণি: বিষয়- চৈতন্য মহাপ্রভুর ছবি।

উৎসব কমিটির প্রচার সম্পাদক প্রদীপ আচার্য জানান, প্রতিযোগিতা হবে মদন মোহন পার্ক উৎসব প্রাঙ্গণে (হাইলাকান্দি রোড, শিলচর অটোমোবাইল্সের পাশে)৷ প্রসঙ্গত, ৫ থেকে ১১ মার্চ পর্যন্ত ২৪ প্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হবে৷ এর মধ্যে ৯ মার্চ দোলযাত্রার দিনে সকাল সাড়ে ৭টায় উৎসব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker