Barak UpdatesHappenings

শ্যামাপ্রসাদের মূর্তিতে প্রণাম সেরেই দীপায়ন ছুটলেন ভাষাশহিদ স্টেশনে

ওয়েটুবরাক, ১২ মে: বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরে ফিরে বুধবার প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিমূর্তিতে মাল্যদান করেন৷ এর পরেই ছুটে যান শিলচর ভাষাশহিদ স্টেশনে৷ শহিদ স্মারকে প্রণাম জানান, পুষ্পাঞ্জলি নিবেদন করেন৷ সেখানে দাঁড়িয়েই কথা বলেন ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির কর্মকর্তাদের সঙ্গে৷ আসলে দীপায়নবাবু নিজেও সমিতির কাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত৷ একসময় ছিলেন সহ-সভাপতি পদে, এখন উপদেষ্টা৷ সভাপতি বাবুল হোড়, সাধারণ সম্পাদক ডা. রাজীব করের নেতৃত্বে সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা একটি স্মারকলিপি নতুন বিধায়কের হাতে তুলে দেওয়া হয়৷

No description available.তাতে তাঁরা উল্লেখ করেন,  ২০০৫ সাল থেকে শিলচর রেলস্টেশনের নাম বদলে ভাষাশহিদ স্টেশন করার দাবিতে আন্দোলন চলছে৷ ২০১৬ সালের ৭ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই দাবি মেনে নেয়৷ রাজ্য সরকারকে পরিবর্তিত নামের বানান লিখে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলে৷  কিন্তু এর পর শুধু আশ্বাসই শুনতে পেয়েছেন তাঁরা৷ নোটিফিকেশনটি আর হল না৷

এ সব উল্লেখ করে তাঁরা নতুন মুখ্যমন্ত্রীকে দ্রুত ওই বানান চূড়ান্ত করে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান৷

স্মারকপত্র গ্রহণ করে দীপায়নবাবু বলেন, তিনি এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন৷ এর যৌক্তিকতা নিয়ে প্রশ্নের অবকাশ নেই৷  বিধায়ক নিজে কমলা ভট্টাচার্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন৷ তবে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি৷ বলেন, সকলের সঙ্গে কথা বলেই এই দাবি পূরণ করতে হবে৷

প্রসঙ্গত, ভাষাশহিদ স্টেশন নামকরণের দাবির বিরোধিতা করছে ডিমাসাদের একটি স্থানীয় সংগঠন৷ মূলত তাদের আপত্তিতেই আটকে গিয়েছে গ্যাজেট বিজ্ঞপ্তির ব্যাপারটি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker