Barak UpdatesHappeningsBreaking News

শৈক্ষিক ক্যালেন্ডারে ১৯ মে ভাষাশহিদ দিবস উদযাপনের নির্দেশ, সন্তোষ

ওয়েটুবরাক, ১৭ মার্চ : অসম সরকারের শৈক্ষিক ক্যালেন্ডারে এ বার ১৯ মে-কে ভাষাশহিদ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ স্কুল খোলা রেখে দিনটি বরাক উপত্যকায় উদযাপনের জন্য ছাত্র-শিক্ষকদের বলা হয়েছে৷ ক্যালেন্ডারে স্পষ্ট ভাবেই উল্লেখ করা হয়েছে, বরাক উপত্যকার স্কুলগুলিতে ১৯ মের দিনের প্রার্থনা সভায় ১৯৬১ সালে মাতৃভাষার জন্য প্রাণ বিলিয়ে দেওয়া শহিদদের কথা শিক্ষকরা সংক্ষেপে তুলে ধরবেন৷

এই প্রথম ভাষাশহিদদের কথা অসম সরকারের শৈক্ষিক ক্যালেন্ডারে উল্লেখ করা হল৷ অনেকদিন ধরেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে দাবি জানানো হচ্ছিল৷ এ বার তা বাস্তবায়নের দরুন ওই সব সংগঠন সন্তোষ প্রকাশ করছে৷

আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা সভাপতি কৃষ্ণেন্দু রায় বলেন, অনেকদিন ধরে এই দাবিতে তাঁরা আন্দোলন করছিলেন৷ বিভিন্ন শিক্ষক সংস্থা তাঁদের পাশে ছিলেন৷ সবাইকে তিনি দাবি আদায়ের অংশীদার বলে উল্লেখ করেন৷ কৃষ্ণেন্দুবাবু একে ভাষাশহিদ দিবসের সরকারি স্বীকৃতি বলেই মনে করছেন৷ সে জন্য তিনি বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান৷

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker