Barak UpdatesHappeningsBreaking News
শেষ চার ঘণ্টায় বরাকে জল বাড়ল ২৮ সেমি
ওয়েটুবরাক, ১৮ জুনঃ সোমবার রাত একটার পর বরাক কিছুটা স্থিতিশীল হলেও মঙ্গলবার ভোর থেকে ফের জল বাড়তে শুরু করেছে। শেষ চারঘণ্টায় জলস্তর বৃদ্ধি হয় ক্রমে ৭, ৫, ১০ ও ৬ সেমি। সব মিলিয়ে ২৮ সেমি। এর দরুন সকাল দশটায় অন্নপূর্ণা ঘাটে বরাক বইছে ১৮.৪১ মিটার উচ্চতায়। বেলা এগারোটায় আরও সাত সেমি বেড়ে দাঁড়ায় ১৮.৪৮ মিটার। এখানে নদীর বিপদসীমা ১৯.৮৩ মিটার।
তবে জল কমছে ধলেশ্বরী নদীতে। জলস্তর ঘণ্টায় ৮-১০ সেমি করে নামতে থাকায় এলাকাবাসী কিছুটা স্বস্তিবোধ করছেন । কাটাখাল নদীতে জল বাড়লেও বৃদ্ধির হার অনেক নেমে এসেছে। সকাল থেকে জল বাড়ছে ১ সেমি করে। সোমবার রাতে এই দুই নদীই বিপজ্জনক চেহারা নিচ্ছিল।