India & World UpdatesHappeningsBreaking News
শেষমেশ পঞ্জাবের খালিস্তানি নেতা অমৃত পালের আত্মসমর্পণ
চণ্ডীগড়, ২৩ এপ্রিল : স্ত্রীকে আটক করার দুদিন পর অবশেষে গ্রেফতার হলেন পঞ্জাবের খালিস্তানি নেতা অমৃত পাল সিং। তবে তিনি আত্মসমর্পণকারী করার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, গ্রেফতারের পর অন্য সহযোগীদের সঙ্গে তাঁকেও আসামের জেলে নিয়ে আসা হবে। একটি সূত্রে জানা গেছে, রবিবার ভোরে মোগা শহরের গুরুদ্বারের সামনে এই খালিস্তানি নেতা আত্মসমর্পণকারী করেছেন।
অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে মাত্র তিন দিন আগেই আটক করা হয়েছিল। অমৃতসর বিমানবন্দরে প্রথমে তাঁকে আটকানো হয়। তিনি লন্ডনে যাচ্ছিলেন। কিরণদীপকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতর। তার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাঁকে আটক করা হয়। সেই ঘটনার তিন দিন পরেই ধরা পড়লেন পলাতক নেতা।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অমৃত পালকে ধরতে পুলিশের ততটা বেগ পেতে হয়নি। কারণ তিনি যে মোগা শহরে এসেছেন, শনিবারই পুলিশকে ফোন করে জানিয়েছিলেন। জাতীয় নিরাপত্তা আইনে খালিস্তানি নেতাকে গ্রেফতার করা হয়।
অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা,পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েকশো জনকে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তাঁর ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দু’জন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেফতার করে পুলিশ।