India & World UpdatesHappeningsBreaking News
শেয়ার বাজারে বিরাট ধস
ওয়েটুবরাক, ৪ জুন : নির্বাচনের ফলাফলের দিনে শেয়ার বাজারে এমন সুনামি হল যে বিএসই সেনসেক্স ৬০০০ পয়েন্টে নিমজ্জিত হল৷ এনএসই নিফটি ১৯০০ পয়েন্টেরও বেশি পড়ে গেল। করোনা মহামারীর পর এটাই এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় পতন।
মঙ্গলবার কেনাবেচা শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারান প্রায় ২০ লক্ষ কোটি টাকা।
সোমবার শেয়ার বাজার উঠেছিল নজিরবিহীন ভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। লগ্নিকারীরা ঘরে তুলেছিলেন ১৪ লক্ষ কোটি টাকা। লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি।