CultureBreaking News
শুরু হল শিলচরের শর্মিষ্ঠা দেব পরিচালিত ছবি ‘সর্বভূতেষু’র গান রেকর্ডিং
৬ জুন: শর্মিষ্ঠা দেব ও রাজা চট্টোপাধ্যায় নির্দেশিত পিফে প্রোডাকশনের বাংলা ছবি ‘সর্বভূতেষু’র গান রেকর্ডিং শুরু হল শনিবার থেকে। ফলে ছবিটি মুক্তির পথে আরও একধাপ এগিয়ে গেল। এ দিন,রেকর্ডিং করলেন রূপঙ্কর বাগচি ও দুর্নিবার সাহা। রূপঙ্কর, দুর্নিবার ছাড়াও অন্য গানগুলো গাইছেন উজ্জয়িনী মুখার্জি ও শাওনী পালিত। সঙ্গীত পরিচালনা করছেন প্রাজ্ঞ দত্ত। ছবিতে ভিন্ন ভিন্ন স্বাদের গান রয়েছে তিনটি।একটি রবীন্দ্রসঙ্গীতও রয়েছে।
মোট চারটি অশরীরী গল্প নিয়ে এই ছবি।অভিনয়ে রয়েছেন শ্রীলেখা মিত্র,অর্জুন চক্রবর্তী, রজতাভ দত্ত, চান্দ্রেয়ী ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবনী সরকার, দেবদূত ঘোষ, রাজদীপ সরকার প্রমুখ।
সর্বভূতেষু’র কাহিনি মূলত, একজন ফিল্ম ডিরেক্টরকে কেন্দ্র করে।কমার্শিয়াল ছবি আর আর্ট ছবির কনফ্লিক্ট ,জীবনের ওঠাপড়া,ও আলাদা আলাদা অশরীরী ছবি বানানোর গল্পই সর্বভূতেষু।পিফে প্রোডাকশনের ব্যানারে আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শিলচরের শর্মিষ্ঠা দেব। শনিবার রেকর্ডিং শেষ করে রূপঙ্কর বাগচি কথা বলছিলেন ছবি নিয়ে। তাঁর কথায়, গানটি শ্রোতাদের কাছে আলাদা জায়গা করে নেবে। আর এব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি।