Barak UpdatesHappeningsBreaking News

শুরু হলো রমজান মাস, শিলচরের মসজিদে ধর্মপ্রাণদের নামাজ আদায়

ওয়ে টু বরাক, ২৪ মার্চ ঃ ধর্মপ্রাণ মুসলিমদের মনে আনন্দের সঞ্চার নিয়ে শুরু হল পবিত্র রমজান মাস। রহমত (দয়া), মাগফেরাত ( ক্ষমা) আর নাজাতের ( মুক্তির) বার্তা নিয়ে আসা রমজান মাস নিঃসন্দেহে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্য মাসের থেকে অধিক গুরুত্বপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য মাসগুলিতে প্রয়োগের মাধ্যমে মুসলমানদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলিমদের জীবনে রমজানের গুরুত্ব অনেক বেশি। ফারসি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। আর সিয়াম সাধনার অর্থ– সুবহেসাদিক (ভোর) থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা।

এ পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমত ইবাদাত বন্দেগি (তপস্যা) করার জন্য উৎসাহিত করে। প্রকৃতপক্ষে রমজান হল পূর্বের সকল গুনাহর অর্থাৎ পাপের জন্য ক্ষমা চেয়ে আদর্শ মুসলমান হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসের সময়গুলো খুব বেশি বেশি ভালো কাজে অতিবাহিত করা উচিত। ইবাদতের সঙ্গে দান করা, আশপাশের সুবিধা বঞ্চিত মানুষের হক আদায় করা বাঞ্ছনীয়। অশ্লীলতা, ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়া সহ সকল প্রকার হারাম কাজ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ। রমজান মাসে এর অপরিহার্যতা আরও বেড়ে যায়। তাই প্রার্থনা করা হয় সবার জীবনে যেন রমজানের গুরুত্ব ও ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ে।

শুক্রবার পবিত্র রমজানের প্রথম দিন। একই সঙ্গে শুক্রবার, রমজানের জুম্মার দিন। সপ্তাহের অন্যান্য দিনগুলোর চেয়ে শুক্রবার অর্থাৎ জুম্মার দিনের গুরুত্ব অনেক বেশি। রমজানের প্রথম জুমার দিন সর্বত্রই মসজিদগুলোতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসলিমদের উপচে পড়া ভিড়। শিলচর শহরের বড় মসজিদ, কাছারি মসজিদ, ইটখলা মসজিদ সহ গ্রাম শহরের মসজিদগুলোতে নামাজিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জুম্মার নামাজের পর সামাজিক শান্তি প্রগতি কামনা করে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া তথা প্রার্থনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker