Barak UpdatesHappeningsBreaking News

শুক্রবার সন্তোষমোহনের জন্মদিন, পালন করবে তৃণমূল কংগ্রেস

ওয়েটুবরাক, ৩১ মার্চ : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষমোহন দেবের (ওরফে রাণাদা) ৮৮তম জন্মবার্ষিকী যথাযোগ‍্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস৷ দলের পার্করোড স্থিত কার্যালয়ে আগামীকাল ১ এপ্রিল বেলা ১২টায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ তাতে  তৃণমূল কংগ্রেসের সকল সদস‍্য, শুভানুধ‍্যায়ী এবং সন্তোষ মোহন দেবের অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে৷

Rananuj

প্রসঙ্গত, এই প্রথম তৃণমূল কংগ্রেস সন্তোষমোহন দেবের জন্মদিন পালন করবে৷ এর আগে অবশ্য সন্তোষতনয়া সুস্মিতা দেব কংগ্রেসে ছিলেন৷ গত বছর আগস্টে তিনি দিদির দলে নাম লেখান, সাংসদ হন৷ সেই সুবাদে শিলচরের সন্তোষ অনুরাগীদের বড় অংশ এখন তৃণমূল কংগ্রেসে৷

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker