Barak UpdatesHappeningsBreaking News
শুক্রবার শিলচরে ৩ কেন্দ্রে ভ্যাকসিন
ওয়েটুবরাক, ২২জুলাই: শুক্রবার শিলচর শহরে তিনটি কেন্দ্রে কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড প্রদান করা হবে l স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, অনলাইন বুকিংয়ের মাধ্যমে শুক্রবার শিলচর শহরের নাজিরপট্টি মডেল স্কুলে ১৮ বছরের ঊর্ধ্বের ৩০০জনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এখানে অনস্পট বুকিং কোনও ভ্যাকসিন দেওয়া হবে না এবং অনলাইন বুকিংয়ের প্রথম ডোজও দেওয়া হবে না৷
একইভাবে শিলচরের তারাপুর এলাকার চাঁদমারির কেন্দ্রীয় বিদ্যালয়ে কভিশিল্ডের প্রথম ডোজ অনলাইন বুকিঙে ১০০টি দ্বিতীয় ডোজ, ১০০টি প্রথম ডোজ এবং অনস্পট বুকিংয়ের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ ১০০টি করে দেওয়া হবে l এছাড়া শিলচর অম্বিকাপট্টি দুর্গাশংকর পাঠশালায় শুক্রবার কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ অনলাইন বুকিংয়ের মাধ্যমে ১০০ টি করে এবং অনস্পট বুকিংয়ের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ আরও ১০০টি করে দেওয়া হবে l কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-এর নিয়ম-নীতি মেনে জনসাধারণকে এই ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে l