Barak UpdatesHappeningsCultureBreaking News
শুক্রবার বিকালে রূপমের শোভাযাত্রা
ওয়েটুবরাক, ১৩ মার্চ : আগামী ১৬ মার্চ রূপমের সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হবে৷ এই নাট্যোৎসবের প্রাক-অপরাহ্নে শিল্পের প্রতি দায়বদ্ধতায় নাট্যপ্রেমী ও সকল কুশীলবের সমাবেশে এক পথ চলার আয়োজন করা হয়েছে৷ রূপমের সম্পাদক নিখিল পাল জানান, আগামী ১৫ মার্চ শুক্রবার ঠিক বিকেল চারটায় শিলচর গোলদিঘি মল থেকে শোভাযাত্রা শুরু হবে৷ শেষ হবে বঙ্গভবনে গিয়ে৷
এই ঐক্যবদ্ধ সাংস্কৃতিক শোভাযাত্রা ও নাট্য আন্দোলনে অংশগ্রহণ করে শিলচরের সাংস্কৃতিক ঐতিহ্যের বাতাবরণকে আরও সুদৃঢ় করে তোলার জন্য শিলচরের সংস্কৃতিপ্রেমীদের নিখিলবাবু অনুরোধ জানান। তিনি বলেন, সকলের সক্রিয় অংশগ্রহণেই রূপমের এই নাট্যোৎসবের উত্তরণ ঘটবে ৷