Barak UpdatesHappeningsCultureBreaking News
শুক্রবার বঙ্গভবনে নজরুল জয়ন্তী-সুকান্ত স্মরণ
ওয়েটুবরাক, ২৫ মে : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ বারও আগামী ২৬ মে শুক্রবার নজরুল জয়ন্তী-সুকান্ত স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে রবীন্দ্র কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল-সুকান্ত রচনার পাঠ এবং নজরুল গীতি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। বঙ্গভবনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু হবে ঠিক বিকাল সাড়ে পাঁচটায়। শুরুতেই থাকবে পুরস্কার বিতরণী পর্ব। পরে নাচে, গানে, কবিতায়, কথায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বরাক বঙ্গের আঞ্চলিক কমিটির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, নজরুল-সুকান্ত রচনা পাঠ প্রতিযোগিতায় প্রথম বিদিতা বিশ্বাস, দ্বিতীয় মীনাক্ষি নাথ ও তৃতীয় রাজা দাস ৷ নজরুল গীতি প্রতিযোগিতার ক-বিভাগে প্রথম সৃজিতা পাল ও দ্বিতীয় শ্রীনিকা নাথ দাস৷ খ-বিভাগে প্রথম প্রতীক্ষা দেব এবং গ-বিভাগে প্রথম দিবায়ন দাস৷
রবীন্দ্র কবিতা আবৃ্ত্তি প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম হয়েছে অদ্রিজা সাধুখাঁ। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে প্রিয়াংক নাথ ও কিমিশা সোম। খ-বিভাগে প্রথম বিশালাক্ষী নাথ। দ্বিতীয় অত্যুত্তমা নাথ এবং তৃতীয় স্থানে অন্বেষা সেনগুপ্ত। গ-বিভাগে দিব্যাংশী মজুমদার প্রথম স্থান অধিকার করেছে। প্রিয়সী চন্দ দ্বিতীয় ও বিশালাক্ষী চক্রবর্তী তৃতীয় হয়েছে। ঘ-বিভাগে দুইজনকে পুরস্কৃত করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ক্রমে সংহিতা দেব ও দীপাঞ্জলি দাস।
রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম অত্যুত্তমা নাথ। দ্বিতীয় সোমহিতা দেবরায়, তৃতীয় দুইজন সাগ্নিক দেব পুরকায়স্থ ও সৃজিতা পাল। খ-বিভাগে প্রথম কৌশিকী ভট্টাচার্য, দ্বিতীয় অদ্রিজা সরকার। যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেছে প্রতীক্ষা দেব ও অনুদীপ্ত দাস। গ-বিভাগে স্মিতা দাস ও প্রিয়াঞ্জলি দে দুইজনকে শান্ত্বনা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।