Barak UpdatesHappeningsBreaking News

শুক্রবার এসো বলির ভালবেসে রক্তদান

১৩ ফেব্রুয়ারি: শুক্রবার ভ্যালেন্টাইনস ডে বা ভালবাসার দিন৷ ভারতে এই দিনটি উদযাপন নিয়ে কম বিতর্ক নয়৷ যুক্তি, পাল্টা যুক্তি চলছেই৷ এ বার দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে এসো বলি-ও৷ তবে ভিন্ন উপলক্ষে, একটু ভিন্ন ভাবে৷ করিমগঞ্জে এ দিন তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন৷ পুলওয়ামা শহিদদের স্মৃতিতে ভালবেসে রক্তদানের আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রধান কর্মকর্তা সব্যসাচী রুদ্রগুপ্ত৷ তিনি জানান, এমন ১৪ ফেব্রুয়ারি দিনেই কাশ্মীরের পুলওয়ামায় পাক হামলায় ৪০ জন সিআরপি জওয়ান প্রাণ হারান৷

Rananuj

করিমগঞ্জ গঙ্গা ভাণ্ডারের বিপরীতে শিবির শুরু হবে সকাল ১১টায়৷ সহযোগিতায় ক্লাব ডেস্টিনি, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের করিমগঞ্জ শাখা, করিমগঞ্জ সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক প্রমুখ৷ সন্ধ্যা সাড়ে ছয়টায় আয়োজন করা হয়েছে নক্ষত্র হোটেলের মুক্তমঞ্চে আরেক অনুষ্ঠান৷ এসো বলি ইয়ুথ আড্ডা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker