India & World UpdatesHappeningsBreaking News
শুক্রবার ইসরো উৎক্ষেপণ করবে চন্দ্রযান-৩
ওয়েটুবরাক, ৯ জুলাই : আগামী শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করবে চন্দ্রযান-৩। ইতিমধ্যেই চন্দ্রযান-৩ বহনকারী লঞ্চ ভেহিকেল মার্ক-থ্রি রকেটের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ শেষ হয়েছে। রকেটটিকে নিয়ে যাওয়া হয়েছে উৎক্ষেপণ কেন্দ্রে। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিট নাগাদ চাঁদের দিকে যাত্রা শুরুর টার্গেট রেখেছে ইসরো।
চার বছর আগে চন্দ্রযান-২ মিশন ব্যর্থ হওয়ার পর ইসরো দ্বিতীয় চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় প্রচেষ্টার ফসল এই চন্দ্রযান-৩। লক্ষ্য, চাঁদের পৃষ্ঠে সফলভাবে সফল ল্যান্ডিং করা। মূলত একটি ল্যান্ডার ও একটি রোভার দিয়ে সজ্জিত মহাকাশযানটি। চন্দ্রের কক্ষপথে প্রবেশের পর প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মহাকাশযানটি৷
চাঁদে পৌঁছতে মহাকাশযানটির সময় লাগতে পারে ৪৫-৪৮ দিন। ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে চাঁদের পৌঁছতে পারে চন্দ্রযান-৩।
চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রবেশের পর ধীরে ধীরে গতি কমতে শুরু করবে চন্দ্রযান-৩। উচ্চতা কমিয়ে ধীরে ধীরে প্রবেশ করবে চাঁদের বৃত্তাকার কক্ষপথে। লুনার অরবিট ইনসারশন-এর মাধ্যমে ইঞ্জিনগুলি মহাকাশযানটির গতি কমাতে শুরু করবে ধীরে ধীরে। আর এতেই চাঁদের মাধ্যকর্ষণের সঙ্গে খাপ খাওয়াবে চন্দ্রযান-৩।