Barak UpdatesHappeningsSportsBreaking News

শুক্র-শনিবার শিলচর ডিএসএর আন্তঃস্কুল ও আন্তঃক্লাব কবাডি

ওয়েটুবরাক, ৯ মার্চ : শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ও আন্তঃস্কুল প্রাইজমানি কবাডি প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল, শুক্রবার। দুদিনের এই প্রতিযোগিতা হবে ইন্ডিয়া ক্লাবের মাঠে । অধিক সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণের কথা মাথায় রেখে আন্তঃস্কুল কবাডি প্রতিযোগিতা হবে ওপেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার অ্যাফিলেটেড নয়, জেলার এরকম স্কুলের ছেলে-মেয়েরাও এতে অংশ নিতে পারবে। তবে আন্তঃক্লাব প্রতিযোগিতায় কেবলমাত্র ডিএসএ-র সদস্যভুক্ত ক্লাবগুলি অংশ নিতে পারবে। অবশ্য অংশগ্রহণকারী প্রত্যেক স্কুল ও ক্লাবকে কর্তৃপক্ষের সই করা খেলোয়াড় তালিকা আয়োজকদের কাছে জমা দিতে হবে। আন্তঃস্কুল কবাড়ি ছেলে ও মেয়ে দুটি বিভাগেই হবে। আজ এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন মাইনর গেমসের সচিব উত্তম চৌধুরী।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker