NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শুকনো মরসুমেই মহাসড়কের কাজ শেষ করুন, গাড়কারিকে প্রবীণ নাগরিকদের চিঠি

৮ ডিসেম্বর: শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের শিলচর জিরো পয়েন্টে যখন অটলবিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর তোড়জোড় চলছে, তখনই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সিগনেচার প্রজেক্টটিকে প্রকৃত অর্থে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে বলল সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ৷ সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গাডকারির উদ্দেশে স্মারকলিপি পাঠিয়ে মঞ্চ মনে করিয়ে দেয়, বাজপেয়ীর স্বপ্নের প্রকল্পটিকে বাস্তবে রূপদানের শেষ কাজটুকু তাঁর মন্ত্রকেরই অধীনে৷

কাছাড় ও ডিমা হাসাও মিলিয়ে মাত্র ৩৯ কিলোমিটার রাস্তার কাজের জন্য গোটা প্রকল্পটি যে আটকে রয়েছে‌ তা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন প্রবীণ নাগরিক সংগঠনটির উপ-সভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দিলীপকুমার দে৷ তাঁরা জানান, বহুদিন কেটে গিয়েছে রাজ্য সরকারের বন ও পরিবেশ মন্ত্রকের নো অবজেকশন সার্টিফিকেট পেতে৷ তা পাওয়ার পরে টেন্ডার ডাকা হয়েছে, ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়েছে, তাও অনেকদিন আগের কথা৷ কিন্তু কাজটা হচ্ছে না৷

তাঁরা বলেন, যা-ও একটু কাজ হয়েছিল, বৃষ্টিতে তা ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে৷ বরং এতে এলাকাবাসীর ক্ষতি হয়েছে বলে এখন ক্ষতিপূরণ দাবি করছে৷ নীহারেন্দুবাবু এবং দিলীপবাবুর কথায়, ওখানে অযোগ্য ঠিকাদার, অদক্ষ সুপারভাইজর, সর্বস্তরে নিষ্ঠার অভাব, লালফিতার ফাঁস এবং আধুনিকতর প্রযুক্তিকে কাজে না লাগানোর দরুণই সমস্যা তীব্রতর হয়েছে৷
তাই সমস্যাগুলিকে দ্রুত চিহ্নিত করে শুকনো মরসুমে উপযুক্ত বৈজ্ঞানিক প্রক্রিয়া গ্রহণ করে মহাসড়কের কাজ সম্পন্ন করতে নীতীন গাড়কারিকে অনুরোধ করেন৷ তাঁরা স্মারকপত্রের প্রতিলিপি পাঠান শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়ের কাছেও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker