India & World UpdatesHappenings

শীঘ্রই চালু হবে গণপরিবহন ব্যবস্থা, ইঙ্গিত গড়করির

৭ মে: খুব শীঘ্রই দেশের বিভিন্ন রুটে গণপরিবহন ব্যবস্থা চালুর ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বলেন, কিছু নির্দেশিকা জারি করে গণপরিবহণ ব্যবস্থা চালু হতে পারে। তবে, যানবাহনে চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজিং, ফেস মাস্ক ব্যবহার ইত্যাদি বাধ্যতামূলক থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এসব সতর্কতা অবলম্বন করতেই হবে বলে জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী গড়করি। তাঁর কথায়, যে কোনওভাবেই হোক নিরাপদ যাত্রা সম্পর্কে আমজনতার মধ্যে বিশ্বাস- আস্থার জায়গাটা তৈরি করতে হবে।

দেশের বাস ও গাড়িচালক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করেন মন্ত্রী গড়করি। আর এতে পরিবহণ সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরছিলেন তিনি। লকডাউনে গাড়িমালিক থেকে শুরু করে গাড়িচালক ও এই পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের দেখা দেওয়া সমস্যা মেটাতে সহযোগিতার আশ্বাস দেন। গড়করি এও জানিয়ে দেন, সরকার তাঁদের সমস্যাগুলি সম্পর্কে পুরোপুরি সচেতন। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে ভারতীয় অর্থনীতি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবে, এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশে দাঁড়াতে হবে গণপরিবহন সংগঠনকেও। ভাবতে হবে দেশ ও সমাজের কথা। সরকার ও শিল্প সংস্থাগুলি মিলেমিশে কাজ করলে করোনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি অর্থিক মন্দা কাটিয়ে ওঠা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। এদিকে, আলোচনায় বাস ও গাড়ি সংগঠনের সদস্যরা গণপরিবহন পুনরায় চালু করা,বিমার মেয়াদ বৃদ্ধি সহ একাধিক প্রস্তাব পেশ করেন মন্ত্রীর কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker