India & World UpdatesHappeningsBreaking News
শিশু সাহিত্যিক-ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার প্রয়াত
কলকাতা, ৭ ফেব্রুয়ারি : প্রয়াত হলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি ভবানীপ্রসাদ। গত পরশু হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার ভোররাতে প্রয়াত হন তিনি। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। পরিবারসূত্রে জানা গিয়েছে, মরণোত্তর দেহদান করে গিয়েছেন ভবানীপ্রসাদ।
১৯৫০ সালের ৯ এপ্রিল হাওড়ার শিবপুরের সানপুরে জন্মগ্রহণ করেন ভবানীপ্রসাদ মজুমদার। পড়াশোনার পাশাপাশি প্রথম থেকেই কবিতাচর্চা ও লেখালেখিতে মনোনিবেশ করেন তিনি। সানপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর লেখা বহু ছড়া ও গল্প পরবর্তীতে সুখ্যাতি লাভ করে। ছোটদের পাশাপাশি বড়দের জন্যও লিখতেন তিনি। তাঁর ছড়া ও কবিতা ‘ছাগলের কান্ড’, ‘রঙ বদলের ব্যাপার স্যাপার’, ‘বাংলাটা ঠিক আসে না’ ক্রমশ জনপ্রিয়তা লাভ করে।
বাংলার বিখ্যাত শিল্পীরা তাঁর ছড়া আবৃত্তি করেছেন। তাঁকে সুকুমার রায়ের উত্তরসূরি মনে করতেন অনেকেই। তাঁর হাতে ‘সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার’ তুলে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। পেয়েছেন ‘উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার’। এছাড়াও বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর প্রয়াণ সাহিত্যজগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।