Barak UpdatesBreaking News

শিশু উদ্যান, স্টেশন সমিতির হিসাব চেয়ে স্মারকপত্র

২০ মার্চ: শিশু উদ্যান এবং ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির আয়ব্যয় নিয়ে তদন্ত চেয়েছেন গেরুয়াবাহিনী হিসাবে পরিচিত একাংশ নাগরিক৷ কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকপত্র দিয়ে বাসুদেব শর্মা, রাজীবকুমার নাথ, শান্তনু সূত্রধর, অদিতি চৌধুরী, মণি চৌধুরী ও জয়ন্ত চক্রবর্তী জানতে চান, শিশু উদ্যান পরিচালনায় কি জনগণের কমিটি রয়েছে? এর সভ্য কারা? এর আয়-ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা৷

সঙ্গে অভিযোগ করেন, উদ্যানটি শিশুদের৷ কিন্তু প্রায়ই দেখা যায়, একে বন্ধ করে দিয়ে পার্টির জন্য ভাড়া দেওয়া হচ্ছে৷ একইভাবে শহিদ স্মরণ সমিতির ব্যাপারেও তাদের অভিযোগ, এরা বহুদিন ধরে বিভিন্ন সূত্র থেকে ডোনেশন আদায় করছে৷ এর কোনও অডিট কখনও হয়নি৷ বড় ধরনের আর্থিক অনিয়মের আশঙ্কা করে তাঁরা জেলাশাসকের কাছে উপযুক্ত তদন্ত দাবি করেন৷

শিশু উদ্যান ও ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি উভয়ের সঙ্গে জড়িত ডা. রাজীব করের কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, শিশু উদ্যানের চেয়ারম্যান জেলাশাসক নিজে৷ এখানকার কার্যকলাপ সম্পর্কে তিনি অবগত রয়েছেন৷ দ্বিতীয়ত, অন্যান্য সংগঠনের মত ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতিতেও বার্ষিক সাধারণ সভায় আয়ব্যয়ের হিসাব পেশ করা হয়৷ উপস্থিত সভ্যরা এর উপর আলোচনা করেন, পরে তা অনুমোদিত হয়৷ কখনও হিসাব নিয়ে প্রশ্ন ওঠেনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker