India & World UpdatesAnalyticsBreaking News
শিশুদের স্কুলে ভর্তির বয়স বেঁধে দিল কেন্দ্র সরকার
নতুনদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : চাইলেই শিশুদের খুশিমতো প্রথম শ্রেণিতে ভর্তি করানো যাবে না। ন্যূনতম বয়স হলে তবেই প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে, এবার সেই বয়সসীমা বেঁধে দিল শিক্ষামন্ত্রক। বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৬ বছরের বেশি অর্থাৎ সিক্স প্লাস না হলে খুদেদের প্রথম শ্রেণীতে ভর্তি করা যাবে না। দেশের সমস্ত রাজ্যগুলিকে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে।
দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ইতিমধ্যেই প্রথম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছে শিক্ষা মন্ত্রক। একইসঙ্গে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথম শ্রেণির আগে ২ বছরের প্রি-স্কুল এডুকেশন কোর্স শুরু করার বিষয়েও অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রক।
শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তির নয়া নিয়মে পরিবর্তন আসছে। এ বছর থেকেই সরকারি-বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য নূন্যতম বয়সসীমা বেঁধে দিয়েছে শিক্ষা মন্ত্রক। এতদিন সর্বনিম্ন পাঁচ বছর বয়সেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারত। কিন্তু চলতি শিক্ষাবর্ষ থেকেই সরকারি-বেসরকারি স্কুলে নয়া নিয়ম প্রযোজ্য হতে চলেছে। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে ন্যূনতম ছয় বছর না হলে কোনও শিশুর বাবা-মায়েরা প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না।