Barak UpdatesHappeningsBreaking News
শিশুদের জন্য পৃথক কোভিড হাসপাতাল চাইলেন সঞ্জীব রায়
ওয়েটুবরাক, ৪ জুন: বর্তমানে করোনা গোটা দেশের সঙ্গে আসামেও কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে৷ ব্যতিক্রম নয় বরাক উপত্যকাও৷ তাতে প্রদেশ কংগ্রেসের সম্পাদক সঞ্জীব রায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷
তিনি বলেন, এখনই কিছু বিষয় গুরুত্বের সঙ্গে ভাবা না হলে পরে মুশকিলে পড়তে হতে পারে৷ তিনি বিশেষ করে শিশুদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন৷ দাবি জানান, বরাক উপত্যকার তিন জেলায় শিশুদের জন্য তিনটি ‘বিশেষ কোবিড চিকিৎসা কেন্দ্র’ স্থাপন করার জন্য৷
দ্বিতীয়ত, বরাক উপত্যকার প্রত্যেক চা-বাগানে অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কোবিড টিকাকরণ ও কোবিড পরীক্ষার করা হোক। তৃতীয়ত, বরাকের প্রত্যেক কোভিড টিকাকরণ ও কোভিড পরীক্ষা কেন্দ্র গুলোতে পুলিশের ব্যবস্থা করা হোক,যাতে কোনও কোবিড যোদ্ধাকে আক্রান্ত হতে না হয়। চতুর্থত, ৬০ বছরের ঊর্ধ্বে যারাই আছেন, তাদের টিকাকরণের ব্যবস্থা বাড়িতেই করা হোক।
আসামে চা-শ্রমিকদের মজুরিতে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মধ্যে বৈষম্য রয়ে গিয়েছে বলে সঞ্জীববাবু ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি বলেন, ব্রহ্মপুত্র উপত্যকায় ১৬৭ টাকা থেকে বেড়ে ২০৫ টাকা এবং বরাকের চা-শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা থেকে বেড়ে ১৮৩ টাকা হয়েছে৷ তিনি এই বৈষম্য দূর করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন৷