NE UpdatesBarak UpdatesBreaking News
শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক পেনশন ঘোষণা সরকারের, তালিকায় বরাকের ৬
শেখর দেবরায়, রন্টু বাগচি, অঞ্জু এন্দো মনোনীত
১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্য সরকার শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিক পেনশন প্রাপকের নাম ঘোষণা করেছে। ২০১৯-২০ বর্ষের জন্য রাজ্য সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের ঘোষণা করা ১২৫ জনের মধ্যে বরাক উপত্যকার ৬ জন রয়েছেন। এদের মধ্যে সাহিত্যিক পেনশন পাচ্ছেন শিলচরের বিশিষ্ট লেখক অঞ্জু এন্দো। সবমিলিয়ে ২০১৯-২০ বর্ষে সাহিত্যিক পেনশনের জন্য রাজ্যের মোট ৪৩ জনকে নির্বাচিত করা হয়েছে। সাংস্কৃতিক কর্মী হিসেবে পেনশনের জন্য মনোনীত হয়েছেন শিলচরের রন্টু বাগচি, শেখর দেবরায়, থাইলুর নবদ্বীপ পাল ও হাইলাকান্দি রাজ্যেশ্বরপুরের লাইমাচাওবি সিংহ। সাংবাদিক পেনশন পাচ্ছেন করিমগঞ্জের দীপক দাস। এঁরা প্রত্যেকে মাসিক ৮০০০ টাকা করে পেনশন পাবেন। এই পেনশন স্বাধীনতা দিবসের দিন থেকে কার্যকর হবে।
শিল্পী পেনশনের অতিরিক্ত প্রয়াত ২০ জন শিল্পীর পরিবারকে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে। প্রয়াত শিল্পীর আত্মীয়কে এই টাকা দেওয়া হবে। তাছাড়া ১৪ জন প্রয়াত শিল্পীর পরিবারকে ৪ হাজার টাকা করে পেনশন দিচ্ছে সরকার। সরকারের পক্ষ থেকে ঘোষণায় বলা হয়, রাজ্যের কলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও তাঁদের পরিবারকে এই পেনশন ও সাহায্যের জন্য মনোনীত করা হয়েছে।