NE UpdatesAnalyticsBreaking News
শিল্পী পেনশনের জন্য মনোনীত রাজ্যের ৫০ শিল্পী
গুয়াহাটি, ১৫ জানুয়ারি : ২০২২-২৩ বর্ষের শিল্পী পেনশনের নাম ঘোষণা করল আসাম সরকার। ৫০ জন শিল্পীকে এ বার শিল্পী পেনশন দেওয়া হচ্ছে। মঙ্গলবার মন্ত্রী বিমল বরা এই পেনশনের কথা ঘোষণা করেছেন। এই পেনশন বাবদ মাসে ৮০০০ টাকা প্রদান করা হবে। ১৭ জানুয়ারি শিল্পী দিবস থেকে এই পেনশন প্রযোজ্য হবে। পেনশন প্রাপকদের মধ্যে রয়েছেন মনোজ শর্মা, রত্নেশ্বর বরা, নরেন রাজবংশী, মানিক সিংহ রায়, দেবেন পাঠক, প্রফুল্ল রুদ্রপাল প্রমুখ।
অন্যদিকে অভিনেতা প্রাঞ্জল শইকিয়াকে ২০২২ বর্ষের নটসূর্য ফণী শর্মা পুরস্কার, অভিনেতা অরুণ নাথকে ২০২২-র ড. ভবেন্দ্রনাথ শইকিয়া পুরস্কার, সমরেন্দ্র নারায়ণ দেবকে ২০২২-এর বিজু ফুকন পুরস্কার, মিলেশ্বর পাটরকে ২০২২-এর ভীমবর দেউরি পুরস্কার প্রদান করা হবে। মঙ্গলবার শিল্পী দিবসের অনুষ্ঠানে তাদের এই পুরস্কার তুলে দেওয়া হবে।