Barak UpdatesHappeningsBreaking News
শিল্পগ্রামে গিয়ে স্বাস্থ্যশিবির করলেন গভ. গার্লস প্রাক্তনীরা
ওয়েটুবরাক, ৯ জানুয়ারিঃ দেওয়াল চিত্রে সাজিয়ে তোলা শিল্পগ্রামে এখন অনেকেই বেড়াতে যান। কেউ শিল্পের টানে, কেউ যান বিনোদনে। কিন্তু যারা নিজেদের বাড়িঘর একদল শিল্পীর হাতে ছেড়ে দিয়েছিলেন, এখনও নিজেদের ব্যক্তিগত দিনযাপনের সঙ্গে আপস করেই দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছেন, সেই সব গ্রামবাসীর খবর কয়জন আর নেন। তবে ব্যতিক্রমী ভূমিকায় দেখা গেল শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতিকে। তারা নিজেদের সামাজিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রেখে গত রবিবার আইরংমারা শিল্পগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। সমিতির সভাপতি ডা. বিজয়লক্ষী দাসের নেতৃত্বে ডা. অরিনা রাহা, ডা. পাওলেন সিংহ, ডা. রক্তিম দাস ও ডা. অনিরাজ দাসের সহযোগিতায় এই শিবিরে প্রায় তিনশো গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। প্রাক্তনী সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত জানান, সমিতির পক্ষে বর্ষীয়ান সদস্যা অনুরাধা সান্যাল, আরতি রায়চৌধুরী, ড. পারমিতা দাস, রূপা দত্ত, ফাল্গুনী ভাওয়াল, মহুয়া পাল, ফাল্গুনী দেবরায় ও শর্মিষ্ঠা চৌধুরী সে দিন উপস্থিত ছিলেন ।