Barak UpdatesHappeningsBreaking News

অরুণোদয়ের আশীর্বাদ কামনা পীযূষ হাজরিকার

ওয়েটুবরাক, ১২ অক্টোবর : অরুণোদয় প্রকল্পে অসমের ২৩ লক্ষ মহিলাকে আর্থিক নিশ্চয়তা প্রদান করা হলো৷ বুধবার দ্বিতীয় পর্বের অরুণোদয় কার্ড বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান জলসম্পদ ও তথ্য জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা৷ তিনি শিলচর ও হাইলাকান্দিতে প্রায় একই সুরে লোকসভা ভোটের জন্য ওইসব সুবিধাভোগীর ‘আশীর্বাদ’ কামনা করেন৷ তিনি জানান, ৮৫০ টাকা থেকে ধাপে ধাপে বেড়ে চলেছে এই মাসিক অনুদান৷ এখন ১২৫০ টাকা পাচ্ছেন৷ এরই মধ্যে একে ১৪০০ টাকায় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে রেখেছে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা, জানান পীযূষ৷

তাঁর দাবি, শুধু অরুণোদয়ই নয়, তাঁদের সরকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন৷ আগে শিলচর থেকে করিমগঞ্জ বা হাইলাকান্দি যেতে তিনঘণ্টা সময় লাগত, এখন লাগে চল্লিশ মিনিট৷ বরাক উপত্যকার তিন জেলা ঘুরে তিনি কোথাও ভাঙা রাস্তা পাননি৷ গতমাসেই বড় বড় তিন সেতুর উদ্বোধন হয়েছে কাছাড়ে৷

শিলচরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা। ভাষণ দেন তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায় ও মিহিরকান্তি সোম৷ মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায়, সিইও রঞ্জিতকুমার লস্কর, বিজেপি নেতা নিত্যভূষণ দে, বিমলেন্দু রায় ও কনাদ পুরকায়স্থ,  অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় প্রমুখ।

প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপ পালও অনুষ্ঠানের শুরু থেকে দর্শকাসনের প্রথম সারিতে উপস্থিত ছিলেন৷ তবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তৃতা দিতে আসতেই তিনি চলে যান৷

দীপায়ন দাবি করেন, গত ৭৫ বছর শিলচর শহরে যে কাজ হয়নি, গত দুই বছরে তা সম্পন্ন হয়েছে৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কোনও কাজ নিয়ে গেলে বিমুখ হয়ে ফিরতে হয় না৷ দীপায়ন চক্রবর্তী আশা করছেন, তিনটি উড়ালপুল নির্মাণও শুধু সময়ের অপেক্ষা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker