Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যালে সফল সেরিব্রাল অ্যানজিওগ্রাফি, করলেন ডা. সুকল্যাণ
ওয়েটুবরাক, ৭ জানুয়রিঃ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হলো সেরিব্রাল অ্যানজিওগ্রাফি। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে দ্রুত অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বার করা না গেলে বিপদ বাড়তে থাকে। তখনই প্রয়োজন সেরিব্রাল অ্যানজিওগ্রাফির। এতদিন এখানে এই ধরনের চিকিতসার সুবিধা ছিল না বলে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে রোগীরা মেডিক্যালে গেলে তাদের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হতো। শুক্রবার শিলচর মেডিক্যালেই সম্পন্ন হলো এই আধুনিকতর জটিল অস্ত্রোপচার। শিলচরেরই সুসসন্তান ডা. সুকল্যাণ পুরকায়স্থ নিজের শহরে এসে এই কাজে হাত-মাথা লাগান। সঙ্গে ছিলেন শিলচর মে়ডিক্যাল কলেজের স্নায়ুরোগ বিশেষজ্ঞ সম্বুদ্ধ ধর।
শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, এ বার উপত্যকার মানুষ এখানকার স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠার বিরাট সুফল পাবেন। প্রথম বারের মতো হলো এই সেরিব্রাল অ্যানজিওগ্রাফি। এখন তা হতেই থাকবে বলে আশা করছেন ডা. গুপ্ত। তাঁর কথায়, চিকিতসাক্ষেত্রে এ যে কত বড় সাফল্য, তা বলে বোঝানোর নয়। এর অভাবেই অনেককে গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে প্রাণ হারাতে হয়েছে।