Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যালের অধ্যক্ষের হাতে দাবিপত্র তুলে দিল থাউজেন্ড সায়ন্তন
ওয়ে টু বরাক, ১২ ডিসেম্বর ঃ শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টের সঙ্গে দেখা করে দাবিপত্র তুলে দিল থাউজেন্ড সায়ন্তন। সেইসঙ্গে রোগীদের স্বার্থে আরও বেশি করে হেল্প ডেস্ক রাখার আর্জিও জানান তারা। হার্ট অ্যাটাকের ওষুধ হিসেবে ব্যবহৃত ট্যানেকটেপ্লেস-এর জোগান পর্যাপ্ত রাখার কথাও বলেছেন তারা। মঙ্গলবারই থাউজেন্ড সায়ন্তনের একটি দল মেডিক্যাল কলেজে গিয়ে এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
থাউজেন্ড সায়ন্তনের পক্ষ থেকে বলা হয়, হার্ট অ্যাটাকের রোগী যখন মেডিক্যালে আসেন, তখন প্রাথমিক পরীক্ষা করার পর গোল্ডেন আওয়ারের মধ্যে যে ইনজেকশনটি দেওয়া হয়, তা হল ট্যানেকটেপ্লেস। তাৎক্ষণিকভাবে ব্লক থেকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্য এটি দেওয়া হয়। তারপর চলতে থাকে সেই রোগীর পরবর্তী চিকিৎসা। ট্যানেকটেপ্লেস ইনজেকশনটির বাজার দর অনেকটা বেশি। হার্ট অ্যাটাকের সময় মানুষ পাগলের মতো ছুটে আসেন মেডিক্যালে। অনেকের সঙ্গে টাকাপয়সা নাও থাকতে পারে। গরিব মানুষের জন্য তো অবশ্যই কষ্টদায়ক। এই অবস্থায় মেডিক্যাল অধ্যক্ষের কাছে তারা আবেদন রাখেন, এই ট্যানেকটেপ্লেস ইনজেকশন সর্বদা উপলব্ধ থাকে। ট্যানেকটেপ্লেস ইনজেকশন সাপ্লাইয়ের জন্য থাউজেন্ড সায়ন্তন অসম মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন এবং ন্যাশনাল হেলথ মিশনকেও মেইলযোগে অনুরোধ করেন। ট্যানেকটেপ্লেস ইনজেকশনটির জন্য কমিশনার এবং ডাইরেক্টর মেডিক্যাল এডুকেশনকেও জানানো হয়।
এছাড়াও অন্যান্য ওষুধ সরঞ্জাম প্রসঙ্গে জিজ্ঞাসাক্রমে জানতে পারেন, শিলচর মেডিক্যালে অনেক ওষুধ এবং আনুষঙ্গিক অনেক চিকিৎসা সরঞ্জাম সময়মতো সাপ্লাই আসছে না বা এলেও পর্যাপ্ত নয়। শিলচর মেডিক্যালে যেন পর্যাপ্ত পরিমাণের জরুরী ওষুধপত্র ধারাবাহিকভাবে সাপ্লাই জারি থাকে তার জন্য আগামীতে যথাস্থানে দাবি রাখবেন সায়ন্তনরা। থাউজেন্ড সায়ন্তনের সদস্যরা মেডিক্যালে ব্যবহৃত বিভিন্ন মেশিন ইত্যাদির বিষয়েও জানার আগ্রহ প্রকাশ করেন অধ্যক্ষের কাছে। সায়ন্তনদের দাবিপত্রে তারা উল্লেখ করেছেন, শিলচর মেডিক্যাল কলেজ যেহেতু আয়তনে অনেক বড়, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় রয়েছে, তাই সাধারণ রোগীদের সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেবার জন্য আরও বেশি করে হেল্প-ডেস্ক স্থাপন করা দরকার এবং আই-কার্ড লাগানো হেল্প স্টাফ বা গাইড রাখাও দরকার বলে মনে করেন।