Barak UpdatesHappeningsBreaking News
শিলচর বইমেলায় বহুভাষিক কবিতা পাঠের আসর
ওয়েটুবরাক, ৯ ডিসেম্বরঃ শিলচরে আসাম প্রকাশন পরিষদ এবং সারা আসাম পুঁখি প্রকাশক ও বিক্রেতা সংস্থা আযোজিত আসাম বইমেলার নবম দিনে শনিবার বহুভাষিক কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। কাছাড়ের পুলিশ সুপার, কবি-সাহিত্যিক নোমল মাহাত্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কবি সম্মেলনে কবিতা পাঠ করেন ড. শিশিরকুমার বিশ্বাস, বিশ্বজ্যোতি বর্মন, নারায়ণ মোদক, অসিত চক্রবর্তী, শতদল আচার্য, গোকুল দত্ত, মানসী সিনহা, ড. রীতা সিং যাদব, কৃষ্ণমোহন সিং, শৈলেন দাস, সুচরিতা সিনহা, চম্পালাল সিনহা, নবজ্যোতি পাঠক, সমরবিজয় চক্রবর্তী, সুশান্ত ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য ও শ্রীকান্ত সিনহা।
মনোজ্ঞ কবি সম্মেলনের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠান। তাতে বেশ সাড়া মেলে।
প্রসঙ্গত, দুইদিন নাগাড়ে বৃষ্টির দরুন বইমেলায় বইপ্রেমীদের খুব একটা দেখা যায়নি। শনিবার আকাশ প্রতি্কূলতা কাটিয়ে উঠলে সন্ধ্যার আগেই মেলাচত্বরে বেশ ভিড় জমে।