Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ফাটকবাজারে গান্ধীমূর্তির সামনে জেলা কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচি
ওয়ে টু বরাক, ২৬ মার্চ : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সারা দেশের সঙ্গে শিলচরেও রবিবার সত্যাগ্ৰহ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক তাঁর বক্তব্যে বলেন, বিজেপি প্রতিশ্রুতি পালনে সব দিক থেকে ব্যর্থ হয়েছে। আগামী দিনে বিভিন্ন রাজ্য এবং লোকসভা নির্বাচনে বিজেপি জনসমর্থন পাবে না, সেটা আঁচ করেই বিরোধীদের ওপর প্রতিহিংসামূলক রাজনীতিতে নেমেছে।
তিনি বলেন, বিভিন্নভাবে বিরোধীদের হেনস্থা করে কণ্ঠরোধ করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বিজেপি। সম্প্রতি রাহুল গান্ধী আদানি কাণ্ড, কৃষকদের সমস্যা,আর্থিক মন্দা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে যেভাবে সংসদের ভেতরে এবং বাইরে সরব হয়েছেন এবং ভারত জোড়ো যাত্রায় বাঁধভাঙা জোয়ারের মতো জনসমর্থন পেয়েছেন, তাতে বিজেপি ভয় পেয়ে কোণঠাসা হয়ে পড়েছে। সংসদে রাহুলের প্রশ্নের জবাব দিতে পারছে না সরকার। ইডি সিবিআই ইত্যাদি লাগিয়ে জেরা করেও ফাঁসাতে পারেনি। অবশেষে আর কোনও উপায় না পেয়ে মানহানি মামলার সূত্র ধরে শেষ পর্যন্ত সাংসদ পদ বাতিল করে দিয়েছে, যা সম্পূর্ণ প্রতিহিংসামূলক এবং গণতন্ত্র বিরোধী।
তমাল আরও বলেন, বিজেপির অনেক নেতা রাহুলের পিতৃ-মাতৃ পরিচয় নিয়ে ব্যঙ্গ করেছেন, কিন্তু রাহুল বা কংগ্রেস কোনওদিন এমনভাবে মামলা মোকদ্দমায় যায়নি। ভারতের ঐতিহ্য সংস্কৃতিতে প্রতিহিংসামূলক ভাবনার স্থান নেই। এখানে গান্ধীবাদী আদর্শের উপর ভিত্তি করে শান্তির পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে গঠনমূলক বিরোধিতা এবং সমালোচনার ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। এর ফলশ্রুতিতে সারা দেশের সঙ্গে এ দিন শিলচর জেলা কংগ্রেস ফাটকবাজারের গান্ধী মূর্তির পাদদেশে সত্যাগ্ৰহ কর্মসূচির আয়োজন করেছে।
বিজেপি সরকারের বিরুদ্ধে এই সত্যাগ্ৰহ অনুষ্ঠানে তমাল ছাড়াও বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেস কমিটির দুই সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য এবং আজমল হোসেন লস্কর, সহ সভাপতি সুজন দত্ত, সীমান্ত ভট্টাচার্য, সুশান্ত রায় প্রমুখ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস ওবিসি সেলের সাধারণ সম্পাদক পণ্ডিত হেমন্ত সিংহ, নিশিকান্ত সরকার,আনসার আহমেদ চৌধুরী, রাজেশ পাল, তাপস কান্তি দাস, ভাস্কর দাস, গৌরাঙ্গ নাথ, আমরুল মজুমদার, জেলা কংগ্রেসের মুখপাত্র পাবলভ লস্কর সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।