Barak UpdatesHappeningsBreaking News
শিলচর নর্মাল স্কুলে কন্যা গর্ব উদ্যানের উদ্বোধন সাফ গেমসে সোনাজয়ী কবিতা দেবীর
১ জানুয়ারি : শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অঙ্গ হিসেবে একটি ‘কন্যা গর্ব উদ্যান’এর উদ্বোধন করলেন সাফ গেমসে ফেন্সিংয়ে জোড়া স্বর্ণপদক জয়ী কবিতা দেবী। বুধবার এই উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরিও অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মাদ্দুরি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কবিতা দেবীকে নির্বাচিত করা হয়েছে। তা এজন্য করা হয়েছে, যাতে কন্যা সন্তানেরা তাঁর কৃতিত্বের জন্য অনুপ্রাণিত হয় এবং তারা তাদের নিজ নিজ জীবনে উন্নতি সাধন করতে পারে। তিনি আরও বলেন, এই উদ্যানটিতে কৃতিত্ব থাকা কন্যা সন্তানের নামে বৃক্ষরোপণ করা হবে এবং অনুরূপভাবে জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় এই অভিযানের অঙ্গ হিসাবে কন্যা সন্তানের নামে বৃক্ষরোপণ করা হবে।
আয়োজিত অনুষ্ঠানে গার্ল আইকন হিসেবে নির্বাচিত ১১ জন ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। তাদের ব্যাজ, উত্তরীয় ইত্যাদি পরিয়ে দেন জেলা প্রশাসনের কর্তারা। এই অনুষ্ঠানে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপিপি, সমাজকল্যাণ বিভাগের আধিকারিক রাজকুমার কেডিয়া, সহকারী কমিশনার মারিয়া তানিম এবং ‘সক্ষম’ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে মিঠুন রায় অংশ নেন।