Barak UpdatesHappeningsBreaking News

শিলচর নর্মাল স্কুলের ম্যানুস্ক্রিপ্ট সংরক্ষণে মিউজিয়াম হবে, হবে হেরিটেজ বিল্ডিং, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : শিলচর নর্মাল স্কুলের প্রাচীন ম্যানুস্ক্রিপ্টগুলি সংরক্ষণের জন্য নর্মাল স্কুলেই একটি মিউজিয়াম নির্মাণ করা হবে৷ এই শিক্ষক প্রশিক্ষণ স্কুলটিকে হেরিটেজ ভবন ঘোষণা করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Rananuj

শিলচরে এসে শুক্রবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। তিনি নর্মাল স্কুলের প্রাচীন পান্ডুলিপিগুলির ক্যাটালগিং সংক্রান্ত দুটি বইয়ের আবরণ উন্মোচন করেন এ দিন৷ বই দুটির প্রকাশক মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (মাকাইজ)৷ সম্পাদনা করেছেন ড. অমলেন্দু ভট্টাচার্য৷ রাজীব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মোট চারটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশের কথা ঘোষণা করেন তিনি৷ বাকি দুটি হলো জার্নালিজম অব বরাক ভ্যালি ইন সাউথ আসাম (সম্পাদক জ্যোতিলাল চৌধুরী) এবং ট্রানজিশনাল অ্যাসপেক্টস অব ইন্ডিজেনাস পিপল : নর্থ ইস্ট ইন্ডিয়া (লেখক দীপান্বিতা চক্রবর্তী ও ড. রীতা দাস নায়েক) ৷

স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের পর আগামী ২৫ বছর দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যে অমৃতকাল ঘোষণা করেছেন তাতে সবাইকে আত্মচিন্তন, মন্থন, মনন, সংকল্প ইত্যাদির মাধ্যমে কাজ করে যাবার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী মেঘাওয়াল। দেশের নতুন শিক্ষানীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়ন হলে ২০৩০ সালে দেশের কোনও যুবক-যুবতী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শিলচর নর্মাল স্কুল পরিদর্শন করেন এবং সেখানে থাকা প্রাচীন পান্ডুলিপিগুলি প্রত্যক্ষ করেন। বলেন, পাণ্ডুলিপিগুলি অমূল্য, কিন্তু সংরক্ষণের ব্যবস্থা যথাযথ নয়৷ এরই ফলশ্রুতিতে তাঁর মিউজিয়াম ও হেরিটেজ ভবন ঘোষণার অঙ্গীকার৷ মঞ্চে বসা জেলাশাসক রোহনকুমার ঝাকে বলেন, শনিবার সকালেই তিনি যদি প্রকল্প-প্রস্তাব পেয়ে যান, তাহলে শিলচরে বসেই তিনি মঞ্জুরির কাজটা এগিয়ে রাখতে পারেন৷ মিউজিয়াম, লাইব্রেরি, হলঘর ও একটি সুদৃশ্য গেটে কত খরচ হতে পারে? প্রশ্ন করে নিজেই জবাব দেন, দুই কোটি টাকা লাগবে৷ এর ৮০ শতাংশ কেন্দ্র দেবে৷ বাকি ২০ শতাংশ রাজ্য সরকার আথবা কোনও ব্যক্তি বা সংস্থা থেকে আদায় করতে হবে৷ স্থানীয় সাংসদ-বিধায়কদেরও এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেন তিনি৷

এ দিনের অনুষ্ঠান মূলত দুই পর্বে বিভক্ত ছিল৷ প্রথম পর্বে আসাম বিশ্ববিদ্যালয়ের এসএইচডি সেন্টার ও মাকাইজের যৌথ উদ্যোগে ২০২০ সালের নতুন শিক্ষানীতি বিষয়ক জাতীয় পর্যায়ের কর্মশালা৷

দ্বিতীয় পর্বে হয় গ্রন্থ উন্মোচন৷ দুই পর্বেই স্বাগত ভাষণ দেন মাকাইজের চেয়ারম্যান ড. সুজিতকুমার ঘোষ৷ তিনি বলেন, নর্মাল স্কুলের পুঁথিগুলি আমাদের লিগ্যাসি৷ আমাদের যে একটি উন্নত সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তা পূর্বপুরুষদের লেখালেখি থেকেই স্পষ্ট৷

ড. অমলেন্দু ভট্টাচার্য জানান, নর্মাল স্কুলের ৩৫০টি পুঁথির ক্যাটালগিং হয়েছে৷ ১৪১টির উল্লেখ রয়েছে প্রকাশিত গ্রন্থের প্রথম খণ্ডে ৷ দ্বিতীয় খণ্ডে রয়েছে বাকি ২০৯টি৷

তিনি বলেন, বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করেছিলেন ১৮৪৭ সালে৷ কিন্তু নর্মাল স্কুলের পুঁথিরাজিতে এর যে অনুবাদ মিলেছে, সেটি ১৮২৯ সালের৷ সবচেয়ে যে পুরনো পুঁথিটি রয়েছে, সেটি ১৬৯৯ সালের ভগবদ্গীতা৷ তাঁর কথায়, মধ্যযুগেই এই অঞ্চল ‘সেন্টার অব লার্নিং’ হিসাবে পরিচিত ছিল৷

অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের এসএইচডি সেন্টারের ডিরেক্টর, অধ্যাপক নিরঞ্জন রায় এবং ওয়ার্কশপ কো-অর্ডিনেটর অনুপ কুমারও বক্তব্য রাখেন৷

জেলাশাসক রোহনকুমার ঝা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, পুলিশ সুপার নোমল মাহাত্তা এবং মাকাইজের সচিব সুশান্ত বন্দ্যোপাধ্যায়৷

রাজীব ভবন থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মেঘাওয়াল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন৷ যান জৈন ভবন এবং ইটখলায় বিজেপি কার্যালয়েও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker